পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Strategy of BJP : গতবার হারা 144টি লোকসভা কেন্দ্রে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মোদি

2024-এ লোকসভা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করছে গেরুয়া শিবির ৷ এর আগের লোকসভা নির্বাচনে যে যে কেন্দ্রগুলিতে হেরেছিল পদ্মফুল সেগুলিতে নতুন করে প্রচারে নামছে বিজেপি (Bharatiya Janata Party Rally)৷

BJP
ETV Bharat

By

Published : Oct 9, 2022, 11:02 AM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নতুন করে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির ৷ 2019-এ যে যে কেন্দ্রগুলিতে বিজেপি হেরেছিল, সেই জায়গাগুলিতে নতুন করে যাত্রার পরিকল্পনা করছে পদ্মশিবির ৷ এরকম 144টি লোকসভা কেন্দ্রে কমকরে 40টি কর্মসূচি হওয়ার কথা ৷ নরেন্দ্র মোদিও তাতে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে (Bharatiya Janata Party (BJP) is planning to conduct 40 rallies across 144 Lok Sabha seats) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে আবারও প্রবাস যোজনা করবেন নেতারা । এই প্রবাস যোজনা ফেজ-2 (Pravas Yojana Phase-2)-তে বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সংগঠন বৃদ্ধির কাজ করবেন । এই কর্মসূচির অধীনে বিজেপি 2019 সালে পরাজিত হওয়া অথবা খারাপ ফল করা 144টি লোকসভা কেন্দ্রে সংগঠন বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে । বড় মিছিল থেকে শুরু করে রোড শো এবং জনসভা হবে বলে জানা গিয়েছে । তার মধ্যে অন্তত 40টি জায়গার 40টি বড় ব়্যালিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 40টি ক্লাসটারে প্রধানমন্ত্রীর এই 40টি জনসভা হবে ৷ বাকি 104টি কেন্দ্রে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ঘুরবেন ৷ দলের হয়ে জনসভা করবেন ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই কি বিজেপিতে বড় রদবদল ? তুঙ্গে তরজা

সূত্রের খবর, দলের কৌশল সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা নেতা সেই অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন ৷ পাশাপাশি বিজেপির যে সব নেতারা দলের প্রতি অসন্তুষ্ট, তাঁদের ক্ষোভের কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন ৷ এই যোজনার ফেজ-2-তে 40 জন কেন্দ্রীয় মন্ত্রীকে 5টি পয়েন্ট মেনে কাজ করতে হবে ৷

  1. প্রচারের পরিকল্পনা প্রয়োগ করা
  2. জনসংযোগের জন্য তৈরি প্রোগ্রামগুলি চালনা করা
  3. রাজনৈতিক ব্যবস্থাপনা
  4. ন্যারেটিভ ম্যানেজমেন্ট ঠিক করা
  5. লোকসভা কেন্দ্রের ক্লাস্টারে রাত কাটানো

এই সময় মন্ত্রীকে ক্লাস্টারের দায়িত্বে থাকা মন্ত্রীকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠানের প্রধান, সাধু এবং স্থানীয় নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে হবে ৷ আর এই আলোচনা হবে তাঁদের বাড়িতে অথবা নিজস্ব কোনও জায়গায় ৷ বিজেপি মন্ত্রীরা স্থানীয় উৎসব, আচার, আঞ্চলিক মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন ৷ সঙ্ঘ অনুমোদিত সংগঠনের স্থানীয় আধিকারিক এবং কর্মীদের সঙ্গেও একটি বৈঠক করবেন দায়িত্বে থাকা মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details