নয়াদিল্লি, 9 অক্টোবর: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নতুন করে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির ৷ 2019-এ যে যে কেন্দ্রগুলিতে বিজেপি হেরেছিল, সেই জায়গাগুলিতে নতুন করে যাত্রার পরিকল্পনা করছে পদ্মশিবির ৷ এরকম 144টি লোকসভা কেন্দ্রে কমকরে 40টি কর্মসূচি হওয়ার কথা ৷ নরেন্দ্র মোদিও তাতে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে (Bharatiya Janata Party (BJP) is planning to conduct 40 rallies across 144 Lok Sabha seats) ৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে আবারও প্রবাস যোজনা করবেন নেতারা । এই প্রবাস যোজনা ফেজ-2 (Pravas Yojana Phase-2)-তে বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সংগঠন বৃদ্ধির কাজ করবেন । এই কর্মসূচির অধীনে বিজেপি 2019 সালে পরাজিত হওয়া অথবা খারাপ ফল করা 144টি লোকসভা কেন্দ্রে সংগঠন বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে । বড় মিছিল থেকে শুরু করে রোড শো এবং জনসভা হবে বলে জানা গিয়েছে । তার মধ্যে অন্তত 40টি জায়গার 40টি বড় ব়্যালিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 40টি ক্লাসটারে প্রধানমন্ত্রীর এই 40টি জনসভা হবে ৷ বাকি 104টি কেন্দ্রে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ঘুরবেন ৷ দলের হয়ে জনসভা করবেন ৷