ভদোদরা, 30 অক্টোবর: আর কয়েকমাস পরেই গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রবিবার ভদোদরায় সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (C-295 aircraft manufacturing Unit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল (PM Modi lays foundation for C-295 aircraft manufacturing unit) ৷
বেসরকারি উদ্যোগে তৈরি হবে সি-295 বিমান (C-295 aircraft) ৷ বিদেশি সংস্থা এয়ারবাস ও ভারতের টাটা গোষ্ঠীর সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে এই বিমান ৷ ভারতীয় বায়ুসেনার হয়ে মূলত পরিবহণের কাজ করবে এই বিমান ৷ বিমানগুলি নির্মাণের 96 শতাংশ কাজই হবে এই কারখানায় ৷ সাহায্য করবে সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স ৷