নয়াদিল্লি, 14 অক্টোবর: ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাই মধ্যে শনিবার ফেরি পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য একটি 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসাবেও স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ফেরি পরিষেবা চালু করার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, "সংযোগ কেবল দুটি শহরকে কাছাকাছি নিয়ে আসে না ৷ এটি আমাদের দেশ, মানুষ এবং হৃদয়কে আরও কাছে নিয়ে আসে।"
ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সংস্কৃতি এবং বাণিজ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভারত এবং শ্রীলঙ্কা কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কানেক্টিভিটি বাণিজ্য, পর্যটন, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে এবং প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।" এদিন প্রদানমন্ত্রী আরও বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক কেবল মাত্র পরিবহন ব্যবস্থার মধ্য়েই সীমাবদ্ধ নেই ৷ বরং তা শক্তি, ফিনটেক এবং অন্যান্য খাতেও প্রসারিত হয়েছে। উভয় সরকারই ইউপিআই এবং লঙ্কা পে-কে সংযুক্ত করে ফিনটেক সেক্টরের মধ্যে আরও বৃহত্তর আকারে প্রবেশের চেষ্টা করছে ৷" প্রধানমন্ত্রী জোরের সঙ্গে এদিন জানিয়েছেন, ইউপিআই এখন ভারতে ডিজিটাল পেমেন্টকে কার্যত একটি গণ আন্দোলনে পরিণত করেছে।