নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার মন কি বাতের 98তম সংস্করণে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের (Digital India initiative) প্রশংসা করলেন । ই-সঞ্জীবনী অ্যাপের উপযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এটি চিকিৎসকদের সঙ্গে টেলিকনসালটেশনের একটি প্রধান হাতিয়ার হয়ে উঠেছে । অ্যাপটির সর্বোচ্চ ব্যবহার করায় প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশংসা করেন । তিনি বলেন, "আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের প্রভাব দেখতে পাচ্ছি । ই-সঞ্জীবনী অ্যাপটি উৎসাহ বৃদ্ধি করেছে দেশের চিকিৎসকদের সঙ্গে টেলিকনসালটেশনের ক্ষেত্রে ৷"
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ডিজিটাল পেমেন্টের পদ্ধতি নিয়েও কথা বলেন । তিনি জানান, বেশ কয়েকটি দেশ ইপিআই-তে আগ্রহী ৷ ভারত এবং সিঙ্গাপুরের কথা তিনি তুলে ধরেন ৷ এই দুই দেশ এখন ইপিআই-পে লিংক চালু করেছে বলে তিনি জানান ৷ যা উভয় দেশের জনগণ টাকা পাঠানোর জন্য ব্যবহার করতে পারছে । মোদি বলেন,"এই ধরনের কৌশলগুলি জীবনযাত্রাকে আরও সহজ করে তুলছে ও স্বাচ্ছন্দ্য প্রদান করছে ৷"