পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mann Ki Baat: মন কি বাতে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে - Ustad Bismillah Khan Yuva Purushkar

মন কি বাতে রবিবার ই-সঞ্জীবনী অ্যাপ থেকে ভারতীয় খেলনার বিদেশে চাহিদা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তিনি তুলে ধরেন ডিজিটাল পেমেন্টের সুবিধার কথাও ৷

Prime Minister Narendra Modi ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Feb 26, 2023, 2:16 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার মন কি বাতের 98তম সংস্করণে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের (Digital India initiative) প্রশংসা করলেন । ই-সঞ্জীবনী অ্যাপের উপযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এটি চিকিৎসকদের সঙ্গে টেলিকনসালটেশনের একটি প্রধান হাতিয়ার হয়ে উঠেছে । অ্যাপটির সর্বোচ্চ ব্যবহার করায় প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশংসা করেন । তিনি বলেন, "আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের প্রভাব দেখতে পাচ্ছি । ই-সঞ্জীবনী অ্যাপটি উৎসাহ বৃদ্ধি করেছে দেশের চিকিৎসকদের সঙ্গে টেলিকনসালটেশনের ক্ষেত্রে ৷"

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ডিজিটাল পেমেন্টের পদ্ধতি নিয়েও কথা বলেন । তিনি জানান, বেশ কয়েকটি দেশ ইপিআই-তে আগ্রহী ৷ ভারত এবং সিঙ্গাপুরের কথা তিনি তুলে ধরেন ৷ এই দুই দেশ এখন ইপিআই-পে লিংক চালু করেছে বলে তিনি জানান ৷ যা উভয় দেশের জনগণ টাকা পাঠানোর জন্য ব্যবহার করতে পারছে । মোদি বলেন,"এই ধরনের কৌশলগুলি জীবনযাত্রাকে আরও সহজ করে তুলছে ও স্বাচ্ছন্দ্য প্রদান করছে ৷"

প্রধানমন্ত্রী মন কি বাতে ভারতীয় খেলনার চাহিদা নিয়েও কথা বলেন ৷ তিনি জানান, ভারতীয় খেলনার চাহিদা এতটাই বেড়েছে যে তা এখন আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই ৷ বিদেশেও এর চাহিদা অনেক বেশি । প্রধানমন্ত্রীর কথায়, "আমরা গতবার মন কি বাতে গল্প বলার বিভিন্ন ভারতীয় ঘরানার কথা বলেছিলাম । এর ফলে তাদের খ্যাতি এবং জনপ্রিয়তা বেড়েছে ৷"

তিনি, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে 'একতা দিবস' উপলক্ষে মন কি বাত অনুষ্ঠানে তিনটি প্রতিযোগিতার কথা বলেছিলেন তিনি । সেগুলি 'গীত'-এর সঙ্গে সম্পর্কিত ছিল - দেশাত্মবোধক গান, 'লুলাবিস' এবং 'রঙ্গোলি । তিনি বলেন, "ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে (Ustad Bismillah Khan Yuva Purushkar) সঙ্গীত এবং পারফর্মিং আর্টের ক্ষেত্রে শিল্পীদেরকে পুরস্কৃত করা হয়েছে । পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এমন সব শিল্পী রয়েছেন যারা এমন বাদ্যযন্ত্র ব্যবহার করে গান বেঁধেছিল ৷ যে বাদ্যযন্ত্রগুলি ধীরে ধীরে হ্রাসের কারণে জনসাধারণের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ৷"

আরও পড়ুন:খাদি-হ্যান্ডলুম কিনুন, 'ভোকাল ফর লোকাল' প্রচারে জোর মোদির

ABOUT THE AUTHOR

...view details