নয়াদিল্লি, 22 জানুয়ারি: দেশে বিচারপতি নিয়োগের কলোজিয়াম ব্যবস্থা ও তাতে সুপ্রিম কোর্টের একাধিপত্য নিয়ে বর্তমানে দড়ি টানাটানি চলছে কেন্দ্র ও শীর্ষ আদালতের মধ্যে ৷ কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে এই ইস্যুতে সুপ্রিম কোর্টকে তোপ দেগে চলেছেন দেশের আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ এই ঘটনাক্রমের মাঝেই রবিবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের অঞ্চলিক ভাষাগুলিতেও যাতে সুপ্রিম কোর্টের রায় পাওয়া যায় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ৷ তাঁর এই উদ্যোগেরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi lauds CJI Chandrachud) ৷
রবিবার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ যেখানে শোনা যাচ্ছে, আঞ্চলিক ভাষায় শীর্ষ আদালতের রায় পাওয়ার ব্যবস্থা যাতে করা যায়, তা নিয়ে কথা বলছেন দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় ৷ এই ভিডিয়োটি শোয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "সম্প্রতি একটি অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের রায় পাওয়ার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন ৷ তিনি এর জন্য প্রযুক্তির ব্যবহারের কথাও বলেছেন ৷ এই ভাবনা প্রশংসাযোগ্য, যা দেশের বহু মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহায্য করবে ৷"