পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi lauds CJI: কলোজিয়াম নিয়ে দ্বন্দ্বের মাঝেই মোদির মুখে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশংসা - PM Modi lauds CJI

সুপ্রিম কোর্টের রায় দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রকাশের কথা বলেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on CJI) ৷

ETV Bharat
প্রধান বিচারপতির প্রশংসায় প্রধানমন্ত্রী

By

Published : Jan 22, 2023, 11:07 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: দেশে বিচারপতি নিয়োগের কলোজিয়াম ব্যবস্থা ও তাতে সুপ্রিম কোর্টের একাধিপত্য নিয়ে বর্তমানে দড়ি টানাটানি চলছে কেন্দ্র ও শীর্ষ আদালতের মধ্যে ৷ কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে এই ইস্যুতে সুপ্রিম কোর্টকে তোপ দেগে চলেছেন দেশের আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ এই ঘটনাক্রমের মাঝেই রবিবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের অঞ্চলিক ভাষাগুলিতেও যাতে সুপ্রিম কোর্টের রায় পাওয়া যায় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ৷ তাঁর এই উদ্যোগেরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi lauds CJI Chandrachud) ৷

রবিবার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ যেখানে শোনা যাচ্ছে, আঞ্চলিক ভাষায় শীর্ষ আদালতের রায় পাওয়ার ব্যবস্থা যাতে করা যায়, তা নিয়ে কথা বলছেন দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় ৷ এই ভিডিয়োটি শোয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "সম্প্রতি একটি অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের রায় পাওয়ার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন ৷ তিনি এর জন্য প্রযুক্তির ব্যবহারের কথাও বলেছেন ৷ এই ভাবনা প্রশংসাযোগ্য, যা দেশের বহু মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহায্য করবে ৷"

আরও পড়ুন:'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর

এই প্রসঙ্গে তাঁর সরকারের উদ্যোগের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ জানিয়েছেন, সরকার ডাক্তারি, ইঞ্জিনিয়রিংয়ের মতো বিষয়গুলি যাতে আঞ্চলিক ভাষায় পড়া যায় তার জন্য সচেষ্ট ৷ ভারত বহু ভাষার দেশ, সেটাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ৷ আঞ্চলিক ভাষায় চর্চার জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী যেদিন দেশের প্রধান বিচারপতির প্রশংসা করলেন, তার ঠিক অন্য মাত্রা পেয়েছে কলোজিয়াম ইস্যুতে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মত পার্থক্যের বিষয়টি ৷ যার নেপথ্যে রয়েছে আইনমন্ত্রী কিরেন রিজিজুর একটি টুইট ৷ এক সাক্ষাৎকারে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস লোধি মন্তব্য করেছেন, যদিও বিচার বিভাগ স্বাধীন, তবে বিচারক নিয়োগ প্রক্রিয়াটি এমন যেন মনে হচ্ছে শীর্ষ আদালত নিজেই সংবিধানকে হাইজ্যাক করছে ৷ এই টুইটটিই শেয়ার করেছেন রিজিজু ৷

ABOUT THE AUTHOR

...view details