পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Attacks KCR : 'পরিবারবাদী দলগুলি গণতন্ত্রের শত্রু', গান্ধি ছেড়ে এবার দক্ষিণের রাও পরিবারকে নিশানা মোদির

প্রধানমন্ত্রী মোদি এদিন অভিযোগ করেন, রাজনীতিতে এই পরিবারবাদের কারণেই যুব সমাজ এখানে আসার সুযোগ পাচ্ছে না (PM Modi lashes out political dynasty) ৷

PM Modi at Hyderabad
কেসিআরকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

By

Published : May 26, 2022, 4:16 PM IST

Updated : May 26, 2022, 5:54 PM IST

হায়দরাবাদ, 26 মে : পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে হায়দরাবাদে দাঁড়িয়ে নাম না করে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi lashes out at KCR govt for promoting political dynasty) ৷ 2023 সালে বিধানসভা নির্বাচন তেলাঙ্গানায় ৷ এই রাজ্য দখলে তাই আগে থেকেই পরিকল্পনা করে এগোতে চাইছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার হায়দরাবাদে এসে দলীয় জনসভার মঞ্চ থেকে যেন সেই 'পরিবর্তন' এর সুরই বেঁধে দিলেন ৷

এদিন দক্ষিণের এই রাজ্যে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে টিআরএস প্রধান তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর'কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নাম না করে বলেছেন, "পরিবারকেন্দ্রীক রাজনৈতিক দলগুলি শুধু নিজেদের উন্নয়ন নিয়েই চিন্তিত ৷ এই দলগুলি গরিব মানুষের কথা ভাবে না ৷ এদের রাজনীতির মূল লক্ষ্যই হল পরিবারকে ক্ষমতায় রেখে দেওয়া এবং যত বেশি সম্ভব লুঠ করা ৷ মানুষের উন্নয়ন নিয়ে এই দলগুলির কোনও উৎসাহ নেই ৷"

'পরিবারবাদী দল' নিজের ভাষণে এদিন বেশ কয়েকবার এই শব্দ ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, "এই পরিবাবাদী দলগুলি শুধু রাজনৈতিক সমস্যারই কারণ নয়, বরং তারা দেশের গণতন্ত্র ও যুব সমাজেরও শত্রু ৷ রাজনীতিতে এই পরিবারতন্ত্রের কারণেই আমাদের যুব সমাজ ও প্রতিভাবানরা রাজনীতিতে আসার সুযোগ পাচ্ছেন না ৷ এই পরিবার তন্ত্রই তাঁদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে ৷ দুর্নীতির বড় মুখ হচ্ছেন এই পরিবারগুলির সদস্যরা ৷" তেলাঙ্গানা প্রসঙ্গে এদিন মোদি বলেন, "তেলেঙ্গানার মানুষ সাক্ষী এই পরিবারবাদী দলগুলির রাজনীতির ও তাদের দুর্নীতির ৷ কীভাবে এই পরিবারগুলি দিন দিন ফুলে ফেঁপে উঠেছে তাও দেখছে মানুষ ৷ এই রাজ্যের মানুষদের এখন উচিত এই পরিস্থিতির বদল করা ৷"

আরও পড়ুন : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রীও ৷ পৌর প্রশাসন ও নগরোন্নয়নের মতো দফতরের দায়িত্বেও রয়েছেন তিনি ৷ কেসিআর কন্যা কবিতা আগে সাংসদ ছিলেন, বর্তমানে তিনি বিধান পরিষদের সদস্য ৷ কেসিআর-এর ভাগ্নে হরিশ রাও রাজ্যের অর্থমন্ত্রীর পদে রয়েছেন ৷ মনে করা হচ্ছে, নাম না করে টিআরএস এর ভিতরের এই পরিবারতন্ত্রকেই এদিন একহাত নিলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি এদিন তেলাঙ্গানায় এলেও রাজ্যে নেই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তিনি বেঙ্গালুরুতে গিয়ে এদিন জেডিএস নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন ৷

Last Updated : May 26, 2022, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details