হায়দরাবাদ, 26 মে : পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে হায়দরাবাদে দাঁড়িয়ে নাম না করে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi lashes out at KCR govt for promoting political dynasty) ৷ 2023 সালে বিধানসভা নির্বাচন তেলাঙ্গানায় ৷ এই রাজ্য দখলে তাই আগে থেকেই পরিকল্পনা করে এগোতে চাইছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার হায়দরাবাদে এসে দলীয় জনসভার মঞ্চ থেকে যেন সেই 'পরিবর্তন' এর সুরই বেঁধে দিলেন ৷
এদিন দক্ষিণের এই রাজ্যে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে টিআরএস প্রধান তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর'কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নাম না করে বলেছেন, "পরিবারকেন্দ্রীক রাজনৈতিক দলগুলি শুধু নিজেদের উন্নয়ন নিয়েই চিন্তিত ৷ এই দলগুলি গরিব মানুষের কথা ভাবে না ৷ এদের রাজনীতির মূল লক্ষ্যই হল পরিবারকে ক্ষমতায় রেখে দেওয়া এবং যত বেশি সম্ভব লুঠ করা ৷ মানুষের উন্নয়ন নিয়ে এই দলগুলির কোনও উৎসাহ নেই ৷"
'পরিবারবাদী দল' নিজের ভাষণে এদিন বেশ কয়েকবার এই শব্দ ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, "এই পরিবাবাদী দলগুলি শুধু রাজনৈতিক সমস্যারই কারণ নয়, বরং তারা দেশের গণতন্ত্র ও যুব সমাজেরও শত্রু ৷ রাজনীতিতে এই পরিবারতন্ত্রের কারণেই আমাদের যুব সমাজ ও প্রতিভাবানরা রাজনীতিতে আসার সুযোগ পাচ্ছেন না ৷ এই পরিবার তন্ত্রই তাঁদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে ৷ দুর্নীতির বড় মুখ হচ্ছেন এই পরিবারগুলির সদস্যরা ৷" তেলাঙ্গানা প্রসঙ্গে এদিন মোদি বলেন, "তেলেঙ্গানার মানুষ সাক্ষী এই পরিবারবাদী দলগুলির রাজনীতির ও তাদের দুর্নীতির ৷ কীভাবে এই পরিবারগুলি দিন দিন ফুলে ফেঁপে উঠেছে তাও দেখছে মানুষ ৷ এই রাজ্যের মানুষদের এখন উচিত এই পরিস্থিতির বদল করা ৷"
আরও পড়ুন : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রীও ৷ পৌর প্রশাসন ও নগরোন্নয়নের মতো দফতরের দায়িত্বেও রয়েছেন তিনি ৷ কেসিআর কন্যা কবিতা আগে সাংসদ ছিলেন, বর্তমানে তিনি বিধান পরিষদের সদস্য ৷ কেসিআর-এর ভাগ্নে হরিশ রাও রাজ্যের অর্থমন্ত্রীর পদে রয়েছেন ৷ মনে করা হচ্ছে, নাম না করে টিআরএস এর ভিতরের এই পরিবারতন্ত্রকেই এদিন একহাত নিলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি এদিন তেলাঙ্গানায় এলেও রাজ্যে নেই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তিনি বেঙ্গালুরুতে গিয়ে এদিন জেডিএস নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন ৷