পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ

সরকারি দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) 20 বছর পূর্তি উপলক্ষে তাঁর স্তুতি শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মুখে ৷

pm-modi-is-the-most-democratic-leader-i-know-have-never-seen-as-keen-a-listener-like-him-amit-shah
সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ: শাহ

By

Published : Oct 10, 2021, 4:34 PM IST

Updated : Oct 10, 2021, 7:01 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর :তাঁর জানা সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা (Most Democratic Leader) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর নেতৃত্বদানের ক্ষমতাই হল তাঁর সবচেয়ে বড় গুণ ৷ সরকারি দফতরে মোদির 20 বছর পূর্তি উপলক্ষে বক্তব্যে রাখতে গিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রীর দরাজ প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

সংসদ টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "সরকার ও বিরোধী উভয় ক্ষেত্রেই আমি মোদিজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ মোদিজি মন্ত্রিসভাকে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করেন ৷ নেতৃত্বদানের ক্ষমতাই হল তাঁর সবচেয়ে বড় গুণ ৷ তিনি হলেন একজন অক্লান্ত শ্রোতা ৷ কোনও বৈঠকে তিনি যেটুকু প্রয়োজন সেটুকুই বলেন, সবার কথা শোনেন এবং তারপর সিদ্ধান্ত নেন ৷ ভাল পরামর্শ যিনি দিচ্ছেন তাঁকে নয়, ভাল পরামর্শগুলিকে বিশেষ গুরুত্ব দেন মোদিজি ৷"

শাহের কথায়, "মোদিজির জনজীবনকে তিনটি অধ্যায়ে ভাগ করা যায় ৷ প্রথম অধ্যায়ে তাঁকে সংগঠনের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ দ্বিতীয় অধ্যায়ে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৷ আর তৃতীয় অধ্যায়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৷ প্রতিটি অধ্যায়ই খুব চ্যালেঞ্জিং ৷ মোদিজি সফল ভাবে সংগঠনকে সংস্কার করেছেন ৷ মুখ্যমন্ত্রী হয়ে নিদারুণ ধৈর্য্যের সঙ্গে প্রশাসনের সূক্ষ্মতাকে তিনি উপলব্ধি করেছেন ৷ মানুষের জন্য সরকারের পরিকল্পনাও সফল ভাবে নিয়েছেন ৷"

আরও পড়ুন:Priyanka Gandhi : কৃষক সমাবেশে বক্তৃতার আগে বিশ্বনাথের দরজায় প্রিয়াঙ্কা গান্ধি

প্রধানমন্ত্রীর মোদির প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, "গুজরাতে পরপর সরকারের দ্বারা অবহেলিত হয়েছে উপজাতিগুলি ৷ কংগ্রেস তাঁদের ভোটব্যাঙ্কের জন্য ব্যবহার করেছে কিন্তু উন্নয়ন তাঁদের কাছে পৌঁছয়নি ৷ 2003 সালের বাজেটে প্রথমবার মোদিজি উপজাতিদের কল্যাণে প্রকল্প আনেন এবং সংবিধান মেনে তাঁদের অধিকারের মর্যাদা দেন ৷"

আরও পড়ুন:Durga Puja : পুজোর কলকাতায় রাতে বাস পরিষেবা পরিবহণ দফতরের

ইউপিএ সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দেশে বৃদ্ধির হার কমেছে বলেও বিরোধীদের একহাত নিয়েছেন অমিত শাহ ৷ মোদির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে শাহ বলেন, "এটা ঠিক যে, মোদিজি ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নেন ৷ কেউ তিন তালাক আইন (triple talaq), এক পদ এক পেনশন (One Rank One Pension), 370 ধারার বিলুপ্তির মতো সিদ্ধান্ত নেওয়ার সাহস পাননি ৷ সার্জিক্যাল ও এয়ারস্ট্রাইক নিয়ে নীরব ছিলেন সবাই ৷ শুধুমাত্র একজন জোরালো ইচ্ছেশক্তির প্রধানমন্ত্রীই এই সিদ্ধান্তগুলি নিতে পারেন ৷ ঐতিহ্যবাহী চিন্তাধারা ভেঙে দিয়ে দেশের নানা সমস্যার সমাধান করেছেন মোদিজি ৷ তিনি গরিবদের জন্য সরকার চালিয়েছেন ৷ আমাদের 130 কোটি জনসংখ্যার বৃহত্তম গণতন্ত্রের ভারতকে বিশ্বে সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ৷"

আরও পড়ুন:Malaria Vaccine : বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা উৎপাদন করবে ভারত বায়োটেক

Last Updated : Oct 10, 2021, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details