নয়াদিল্লি, 10 অক্টোবর :তাঁর জানা সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা (Most Democratic Leader) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর নেতৃত্বদানের ক্ষমতাই হল তাঁর সবচেয়ে বড় গুণ ৷ সরকারি দফতরে মোদির 20 বছর পূর্তি উপলক্ষে বক্তব্যে রাখতে গিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রীর দরাজ প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷
সংসদ টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "সরকার ও বিরোধী উভয় ক্ষেত্রেই আমি মোদিজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ মোদিজি মন্ত্রিসভাকে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করেন ৷ নেতৃত্বদানের ক্ষমতাই হল তাঁর সবচেয়ে বড় গুণ ৷ তিনি হলেন একজন অক্লান্ত শ্রোতা ৷ কোনও বৈঠকে তিনি যেটুকু প্রয়োজন সেটুকুই বলেন, সবার কথা শোনেন এবং তারপর সিদ্ধান্ত নেন ৷ ভাল পরামর্শ যিনি দিচ্ছেন তাঁকে নয়, ভাল পরামর্শগুলিকে বিশেষ গুরুত্ব দেন মোদিজি ৷"
শাহের কথায়, "মোদিজির জনজীবনকে তিনটি অধ্যায়ে ভাগ করা যায় ৷ প্রথম অধ্যায়ে তাঁকে সংগঠনের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ দ্বিতীয় অধ্যায়ে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৷ আর তৃতীয় অধ্যায়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৷ প্রতিটি অধ্যায়ই খুব চ্যালেঞ্জিং ৷ মোদিজি সফল ভাবে সংগঠনকে সংস্কার করেছেন ৷ মুখ্যমন্ত্রী হয়ে নিদারুণ ধৈর্য্যের সঙ্গে প্রশাসনের সূক্ষ্মতাকে তিনি উপলব্ধি করেছেন ৷ মানুষের জন্য সরকারের পরিকল্পনাও সফল ভাবে নিয়েছেন ৷"
আরও পড়ুন:Priyanka Gandhi : কৃষক সমাবেশে বক্তৃতার আগে বিশ্বনাথের দরজায় প্রিয়াঙ্কা গান্ধি