সুরাত, 17 ডিসেম্বর: সুরাত ডায়মন্ড বোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আন্তর্জাতিক হিরে এবং গয়না ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম এবং আধুনিক কেন্দ্র হবে এই সুরাত ডায়মন্ড বোর্স । 67 লক্ষ বর্গফুটেরও বেশি ফ্লোর এলাকা বিশিষ্ট এসডিবি-র গগণচুম্বী বিল্ডিং বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স ৷ সুরাত শহরের কাছে খাজোদ গ্রামে এটি অবস্থিত । একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে, এটি রুক্ষ এবং পালিশ হিরের পাশাপাশি গয়নারও ব্যবসার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হতে চলেছে ।
জানানো হয়েছে যে, এসডিবি-তে আমদানি ও রফতানির জন্য একটি অত্যাধুনিক 'কাস্টমস ক্লিয়ারেন্স হাউস', খুচরা গয়নার ব্যবসার জন্য জুয়েলরি শপিং মল এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও নিরাপদ ভল্টের সুবিধা থাকবে । সুরাত ডায়মন্ড বোর্সের মিডিয়া আহ্বায়ক দীনেশ নাভাদিয়া সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন, মুম্বই ও অন্যান্য এলাকার বেশ কয়েকজন হিরে ব্যবসায়ী ইতিমধ্যেই তাঁদের অফিসের দখল নিয়েছেন ৷ সেই অফিসগুলি নিলামের পরে ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করেছে ম্যানেজমেন্ট ৷