জয়পুর, 12 ফেব্রুয়ারি: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার রাজস্থানের দৌসা থেকে এই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোত অংশের সূচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি ৷ ভার্চুয়ালি এদিনের অনুষ্ঠানে যোগ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ কেন্দ্রের দাবি, 246 কিমি দীর্ঘ এই পথের উদ্বোধনের ফলে সাড়ে তিন ঘণ্টায় দিল্লি থেকে জয়পুরে পৌঁছে যাওয়া যাবে ৷ এখন এই পথ অতিক্রম করতে সময় লাগে 5 ঘণ্টা (first phase of Delhi Mumbai Expressway) ৷
এদিন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন করে দেশের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের বার্তা দিয়েছেন ৷ তিনি জানান, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ ভবিষ্যতে আরও বিনিয়োগ ডেকে আনে ৷ দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন একটি বড় ভূমিকা পালন করে ৷ নরেন্দ্র মোদি এদিন বলেন, "গত 9 বছরে দেশের পরিকাঠামো উন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ করেছে ৷ রাজস্থানে এই পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নে 50 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই বছরের বাজেটেও পরিকাঠামো উন্নয়নে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷"