নয়াদিল্লি, 27 মে : চাকরির ক্ষেত্রে ভারতে ড্রোন প্রযুক্তিতে নতুন একটা সেক্টর হয়ে উঠছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে ড্রোন মহোৎসবের উদ্বোধন করে তিনি বললেন, "দেশে ড্রোন প্রযুক্তি নিয়ে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা দারুণ ৷" দু'দিনের এই ড্রোন উৎসব চলবে আগামিকাল 28 মে পর্যন্ত ৷ সরকারি আধিকারিক থেকে শুরু করে বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনী, পিএসইউ, প্রাইভেট কোম্পানি এবং ড্রোন স্টার্টআপের 1 হাজার 600-রও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন ৷ 70-এরও বেশি সংখ্যক প্রদর্শক বিভিন্ন ধরনের ড্রোন নিয়ে হাজির হয়েছেন এই উৎসবে (PM Modi inaugurates Drone Festival in Pragati Maidan New Delhi) ৷
শুক্রবার ড্রোন মহোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী 150টি রিমোট চালিত পাইলট সার্টিফিকেট দেন ৷ তিনি জানান, সরকারি প্রকল্পে শেষ মাইল পর্যন্ত সামগ্রী পাঠানো নিশ্চিত করেছে ড্রোন প্রযুক্তি ৷ প্রতিরক্ষা এবং বিপর্যয় মোকাবিলায় ড্রোনের ব্যবহার আরও বাড়বে ৷
সরকারের উন্নয়নমূলক কাজগুলির অবস্থা কেমন, তা দেখতে ড্রোন ব্যবহার করা হয় ৷ একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রতি মাসে আমি সরকারি আধিকারিকদের সঙ্গে প্রগতি বৈঠক করি ৷ ড্রোনের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে পারি ৷"