পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Defence Expo 2022: গান্ধিনগরে 'নজিরবিহীন' ডিফেন্স এক্সপোর উদ্বোধন মোদির - নরেন্দ্র মোদি

গান্ধিনগরে 'নজিরবিহীন' ডিফেন্স এক্সপো 2022-এর (Defence Expo 2022) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi inaugurates Defence Expo 2022)৷ তিনি একটি নয়া বায়ুসেনা ঘাঁটির শিলান্যাসও করেছেন ৷

PM Modi inaugurates Defence Expo 2022 in Gandhinagar
গান্ধিনগরে 'নজিরবিহীন' ডিফেন্স এক্সপোর উদ্বোধন মোদির

By

Published : Oct 19, 2022, 12:19 PM IST

আমেদাবাদ (গুজরাত), 19 অক্টোবর:গান্ধিনগরে ডিফেন্স এক্সপো 2022-এর (Defence Expo 2022) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi inaugurates Defence Expo 2022)৷ তাঁর কথায়, "এটাই প্রথম ডিফেন্স এক্সপো যেখানে শুধু ভারতীয় কোম্পানিগুলিই অংশগ্রহণ করছে ৷" এ দিন উত্তর গুজরাতের দীসাতে একটি নয়া বায়ুসেনা ঘাঁটির শিলান্যাসও করেন নমো ৷

এই অনুষ্ঠানের এটি 12তম আসর (DefExpo 2022 Gujarat)। এ বারের থিম 'গর্বের পথ'৷ ভারতীয় প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ডিজাইন করা দেশীয় প্রশিক্ষক বিমান HTT-40-র উন্মোচন করেন ৷ উদ্বোধনের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিফেন্স এক্সপোর আয়োজন দেশকে রক্ষা করার দৃঢ় সংকল্পকেই প্রতিফলিত করে । আগামী 25 বছরে গোটা বিশ্বের জন্য দেশ যে একটি প্রতিরক্ষা হাবে পরিণত হতে চলেছে, এই এক্সপো দেখেই তা বোঝা যায় বলে মত রাজনাথের ৷ তিনি বলেছেন, "'অমৃতকাল'-এর শুরুতে এই ডিফেন্স এক্সপোর আয়োজন, দেশকে রক্ষা করা এবং আগামী 25 বছরে বিশ্বের জন্য দেশকে একটি প্রতিরক্ষা উত্পাদন কেন্দ্রে পরিণত করার যে দৃঢ় সংকল্প আমাদের রয়েছে, তা-ই প্রতিফলিত করেছে ৷"

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ডিফেন্স এক্সপো 2022 (Def Expo22 Gandhinagar) নতুন ভারতের একটি দুর্দান্ত ছবি তুলে ধরেছে, অমৃতকালের সময় আমরা যে সংকল্প নিয়েছিলাম ৷ এখানে দেশের উন্নয়ন, রাজ্যের অংশগ্রহণ, যুব শক্তি, তরুণ স্বপ্ন, তরুণ সাহস ও যুবদের সামর্থ্য প্রতিফলিত হয়েছে ।" মোদির কথায়, "আমাদের দেশে আগেও ডিফেন্স এক্সপো অনুষ্ঠিত হত, কিন্তু ডিফ এক্সপো 2022 নজিরবিহীন । এটি একটি নতুন সূচনার প্রতীক । এটি দেশের প্রথম প্রতিরক্ষা এক্সপো যেখানে শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলি অংশগ্রহণ করছে ৷ যেখানে শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে ৷ আমি আনন্দিত যে ভারত যখন ভবিষ্যতের এই সুযোগগুলিকে বাস্তব রূপ দিচ্ছে, তখন ভারতের বন্ধু 53টি আফ্রিকান দেশ আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷"

আরও পড়ুন:আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই হতে পারে আঞ্চলিক কল্যাণ, ইন্টারপোলের সভায় বার্তা প্রধানমন্ত্রীর

এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই ডিফেন্স এক্সপো একটি নতুন ভবিষ্যতের জোরালো সূচনা করেছে বলে মত প্রধানমন্ত্রীর ৷ তিনি বলেছেন, "এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় ডিফেন্স এক্সপো একটি নতুন ভবিষ্যতের জোরদার সূচনা করেছে । আমি জানি যে এটি কয়েকটি দেশের জন্য অসুবিধার কারণ হয়েছে ৷ তবে বেশ কয়েকটি দেশ একটি ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের সঙ্গে রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details