বার্লিন, 2 মে:ইউরোপ সফর শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সফরের শুরুতেই সোমবার তিনি পৌঁছচ্ছেন জার্মানিতে (PM Modi in Germany)৷ সে দেশের নবনির্বাচিত চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ ঘটতে চলেছে নমোর ৷
ভারত-জার্মানি ষষ্ঠ ইন্টার গভর্নমেন্টাল কনসাল্টেশন (IGC)-এর নেতৃত্বে থাকবেন মোদি ও স্কোলজ ৷ একমাত্র জার্মানিতেই ভারতের আইজিসি রয়েছে ৷ প্রতি দু বছর অন্তর এই বৈঠক সম্পন্ন হয় ৷ ষষ্ঠ আইজিসি-তেও (6th IGC) প্রধানমন্ত্রী নমো ও চ্যান্সেলর স্কোলজ এবং দু দেশের শীর্ষ সংস্থাগুলির সিইও-দের সঙ্গে উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠক হতে চলেছে ৷ আইজিসি-তে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন নমো ৷ তিন রাষ্ট্রে সফর শুরুর আগে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, বার্লিন সফরে চ্যান্সেলর স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকছে ৷
2001 সালে কৌশলগত বন্ধুত্ব গড়ে ওঠে ভারত ও জার্মানির মধ্যে ৷ তার পরের তিন দফার আইজিসি বৈঠকের পর সেই সম্পর্ক আরও দৃঢ় হয় ৷ শেষবার পঞ্চম আইজিসি বসেছিল 2019 সালের 31 অক্টোবর থেকে 1 নভেম্বর ৷ সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ৷ এরপর কোভিড 19-এর কারণে ফের আইজিসি বসতে বিলম্ব হয় ৷