নয়াদিল্লি, 22 নভেম্বর: ইজরায়েল এবং হামাসের মধ্যে তীব্র যুদ্ধ জারি থাকাকালীন এ বার গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জি20 শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল বৈঠকের সভাপতিত্ব করে বুধবার প্রধানমন্ত্রী যেমন ইজরায়েলি বন্দিদের মুক্তির সমর্থনে সওয়াল করেছেন, তেমনই তিনি বলেছেন যে, সন্ত্রাসবাদ বিশ্বে একটি বড় চ্যালেঞ্জ । মোদির কথায়, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সবার জন্য উদ্বেগের বিষয় ।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "সন্ত্রাস আমাদের সকলের কাছে অগ্রহণযোগ্য এবং যেখানেই এটি ঘটুক সেখানে বেসামরিক মানুষের মৃত্যু নিন্দনীয় । আমরা বন্দিদের মুক্তির খবরকে স্বাগত জানাই । আমরা আশা করি শীঘ্রই সব বন্দি মুক্তি পাবেন ৷" মানবিক সহায়তা সময়মতো এবং ধারাবাহিকভাবে পৌঁছনো অপরিহার্য বলে জানান তিনি ।
এ দিনের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন যে, এআই-কে মানুষের কাছে পৌঁছতে হবে এবং সমাজের জন্য নিরাপদ হতে হবে ।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রমুখের মতো নেতাদের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গত কয়েক মাসে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে এবং পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার পরিস্থিতি উদ্বেগের বিষয় ।
মোদি বলেন, ইজরায়েল-হামাস যুদ্ধ যেন আঞ্চলিক সংঘর্ষে রূপ না নেয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ । জি20 নেতাদের উদ্দেশে তিনি বলেন, "গত বছরের 16 নভেম্বর যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আমাকে আনুষ্ঠানিক উপহার দেন, তখন আমি বলেছিলাম যে আমরা জি20-কে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাকাঙ্ক্ষী, কর্মমুখী এবং সিদ্ধান্তমূলক করব । এক বছরে, আমরা একসঙ্গে এটিকে অর্জন করেছি । আমরা সবাই মিলে জি20 কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি । অবিশ্বাস এবং চ্যালেঞ্জে ভরা এই বিশ্বে, এই বিশ্বাসই আমাদের একত্রে আবদ্ধ করে । গত এক বছরে, আমরা 'এক পৃথিবী, একটি পরিবার এবং একটি ভবিষ্যত'-এ আস্থা প্রকাশ করেছি । বিতর্ক থেকে দূরে সরে গিয়ে আমরা কাজ করেছি । ঐক্য এবং সহযোগিতার সঙ্গে ৷"
মোদির কথায়, "আমি সেই মুহূর্তটি কখনওই ভুলতে পারি না যখন দিল্লিতে আমরা সবাই আফ্রিকান ইউনিয়নকে জি20-তে স্বাগত জানিয়েছিলাম । জি20-এর দ্বারা বিশ্বকে দেওয়া অন্তর্ভুক্তির এই বার্তাটি অভূতপূর্ব ৷ এটা ভারতের জন্য গর্বের বিষয় যে, তাঁর সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নকে একটি জায়গা দেওয়া হয়েছিল । গত বছরে জি20-তে, গ্লোবাল সাউথের কণ্ঠও শোনা গিয়েছে ৷"
আরও পড়ুন:
- আজ ভার্চুয়াল জি-20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাকবেন পুতিনও
- 'গতকাল আমাদের দিন ছিল না', প্রধানমন্ত্রীর আলিঙ্গনের ছবি পোস্ট করে লিখলেন শামি