নয়াদিল্লি, 30 জুন:টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার দুই রাষ্ট্রনেতার বেশ কিছক্ষণ কথা হয় ৷ দ্বি-পাক্ষিক সম্পর্ক, সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশন (এসসিও) ও ভারতে আসন্ন জি-20 সম্মেলন নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷
সংবাদসংস্থা এনআইএ সূত্রে খবর, মোদি ও পুতিনের মধ্যে আলোচনায় এদিন ইউক্রেন প্রসঙ্গও ওঠে ৷ ইউক্রেনের পরিস্থিতির সমাধানে এদিন ফের কূটনীতি ও আলোচনার উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই রাষ্ট্রনেতার আলোচনায় এদিন, দ্বি-পাক্ষিক সহযোগিতা ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা ও সমাধানের বিষয়গুলি উঠে আসে ৷
উল্লেখ্য, বর্তমানে জি-20 ও এসসিও গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত ৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ বিদেশমন্ত্রকের তরফে মোদির এই সফরের সাফল্য ও গুরুত্বকে বড় আকারেই প্রচার করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের চির প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এই বৈঠককে তাই গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে ৷