পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Budget Session 2023: আদানি-বিতর্কে উত্তাল সংসদ! মুলতুবি রাজ্য়-লোকসভা বাজেট অধিবেশন - আদানি গ্রুপ

1 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ অধিবেশনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে সরকার কীভাবে প্রতিপক্ষদের কোণঠাসা করবে তা নিয়ে বৈঠক হল (PM Narendra Modi meets cabinet) । কিন্তু আদানি নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে বিজেপি সরকার ৷

Budget Session 2023
বাজেট অধিবেশন 2023

By

Published : Feb 2, 2023, 11:29 AM IST

Updated : Feb 2, 2023, 12:25 PM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বাজেট অধিবেশ ৷ আজ দিনের প্রথমেই আদানিকে নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে বিজেপি সরকার ৷ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ তাই রাজ্যসভা ও লোকসভা- দুই কক্ষের অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge) সাংবাদিকদের বলেন, "আমরা এলআইসি, পাবলিক সেক্টর ব্যাংক, অন্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ এরা বাজারে গুরুত্ব হারাতে বসেছে ৷ সংসদে এ বিষয়ে আলোচনা করতে চেয়ে সাসপেনসন অফ বিজনেস নোটিশও দিয়েছি ৷ কোটি কোটি ভারতীয়ের কষ্টার্জিত টাকা এখন ঝুঁকির মুখে ৷"

তিনি আরও জানান, হয় দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে একটি যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) অথবা দল গঠন করা হোক ৷ যে কমিটি অথবা দলটি এ বিষয়ে তদন্ত করবে ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট অধিবেশন যে খুব একটা সুখকর হবে না, তা বোধহয় আঁচ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সকাল সকাল অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজেজু ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কায় 7 লক্ষ কোটি খুইয়েছেন আদানি !

এই বাজেট অধিবেশনে রাজ্যসভা ও লোকসভায় সরকারের কৌশল ঠিক করা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi holds meeting over Parliament Budget Session strategy) ৷ বিরোধীদের মোকাবিলা করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । বিরোধী কংগ্রেস শিবির সংসদে গৌতম আদানি ও চিনের আগ্রাসন নিয়ে আলোচনা করতে চেয়েছিল ৷ সম্প্রতি হিন্ডেনবার্গের রিপোর্টে মোদি-ঘনিষ্ঠ শিল্পপতিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে আদানির কোম্পানিগুলিতে বিনিয়োগকারীদের টাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৷ যদিও তিনি আশ্বাস দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ কংগ্রেস সাংসদ মানিকম টেগোর নোটিশ দিয়ে জানান, "সাধারণ মানুষের বিপুল অঙ্কের টাকা এসবিআই আর এলআইসির মাধ্যমে আদানি গ্রুপের কাছে আটকে রয়েছে ৷ কক্ষের নিয়মিত কাজকর্মগুলি সরিয়ে রেখে সংসদে এ বিষয়ে এখুনি আলোচনা করা দরকার ৷ ক্ষতির পরিমাণ এবং সরকার তা রুখতে কী পদক্ষেপ করছে ? বিষয়টি স্পষ্ট করুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷"

Last Updated : Feb 2, 2023, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details