নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ভারত দুনিয়ায় সব রকম স্বার্থের ঊর্ধ্বে উঠেছে ৷ ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযানে গিয়েছে 'অপারেশন দোস্ত' ৷ এই মিশনে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করেন, তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর তিনি জানান, বিশ্বে ভারত নিঃস্বার্থ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দিয়েছে ৷ 6 ফেব্রুয়ারি, সোমবার ভোর আনুমানিক 4টে নাগাদ (স্থানীয় সময়) 7.8 তীব্রতার ভূকম্পনে কেঁপে ওঠে দক্ষিণপশ্চিম তুরস্ক ও উত্তর সিরিয়ার সীমান্ত অঞ্চল ৷ এর 9 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে তার তীব্রতা 7.5 ৷ এরপর সরকারি হিসেবে প্রায় 6 হাজার আফটারশকে বারে বারে কেঁপেছে এলাকা ৷ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সীমান্ত অঞ্চল ৷ আজ পর্যন্ত মৃতের সংখ্যা 45 হাজার ছাড়িয়েছে ৷ গতকাল, 20 ফেব্রুয়ারি বিকেলে 3 মিনিটের ব্যবধানে আবারও জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে হাতায়া প্রদেশ ৷ 3 জনের মৃত্যু হয়েছে ৷ জখম কমপক্ষে 213 ৷
6 ফেব্রুয়ারি ভূমিকম্পের পরপরই ভারত তুরস্কের পাশে দাঁড়ায় ৷ অপারেশন দোস্ত-এর মাধ্যমে তুরস্কে ভারতীয় বায়ুসেনার বিমানে বিশেষ উদ্ধারকারী এনডিআরএফ দল, প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ ডগ স্কোয়াড, ওষুধ পাঠায় মোদি-সরকার ৷ এই দলটি দেশে ফিরেছে ৷ সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তুরস্কে উদ্ধারকার্যে অংশ নেওয়া এনডিআরএফ কর্মীরা নরেন্দ্র মোদিকে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানায় ৷ কাউকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই তিনি আনন্দে ভেসেছেন ৷ কেউ বা উদ্ধারকার্যের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন ৷ অনেকেই প্রথম বার ভারতের বাইরে গিয়েছেন ৷ আবার কাউকে নিজের সন্তান-পরিবার ছেড়ে তুরস্কে সর্বহারা মানুষকে সাহায্য পৌঁছতে যেতে হয়েছে ৷
আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3