নয়াদিল্লি, 29 অগস্ট: লোকসভা ভোটের আগেই কেন্দ্রের বড় ঘোষণা ৷ দাম কমছে রান্নার গ্যাসের ৷ সিলিন্ডারপিছু 200 টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের ৷ আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রাখিবন্ধন উপলক্ষে কেন্দ্র সরকারের এই বিশেষ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷
বর্তমানে রান্নার গ্যাসের দাম 1 হাজার 129 টাকা ৷ 200 টাকা কমে যা দাঁড়ালো 929 টাকা ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সাধারণের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 200 টাকা কমল ৷ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভূক্ত গ্রাহকদের এখন থেকে সিলিন্ডারপিছু ভর্তুকি দেওয়া হবে 400 টাকা ৷ সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে 75 লক্ষ নতুন এলপিজি সংযোগ দেবে ৷ বর্তমানে এই প্রকল্পের 9.6 কোটি গ্রাহক রয়েছে ৷ ভারত প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তার 60 শতাংশের জন্য আমদানির উপর নির্ভরশীল ৷
আরও পড়ুন : তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম