নয়াদিল্লি, 10 অগস্ট: সংসদে অনাস্থা প্রস্তাবের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি ভাষণের পরই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেসের তরফে বলা হয় তিনি 'কংগ্রেস ফোবিয়া'য় আক্রান্ত ৷ সেই কারণেই তিনি তাঁর বক্তৃতার অধিকাংশ জুড়েই কংগ্রেসের সমালোচনা করেছেন ৷ অন্যদিকে, মণিপুরের জন্য একেবারেই অল্প সময় দিয়েছেন বলেও অভিযোগ করে কংগ্রেস ৷
লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দেওয়ার সময় লোকসভায় কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈও অভিযোগ করেন, বিজেপির জাতীয়তাবাদ আসলে ভুয়ো ৷ একই সঙ্গে তারা কোনওভাবেই দেশপ্রেমিক নয় বলেও দাবি করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী মোদির জবাবি ভাষণের মাঝেই বিরোধী সাংসদরা লোকসভা থেকে ওয়াক-আউট করেন ৷ যা নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন খোদ প্রধানমন্ত্রী ৷ যদিও এ বিষয়ে কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রথম 90 মিনিটে মণিপুরের কোনও উল্লেখ ছিল না । গৌরব গগৈ বলেন, "বিজেপি মণিপুরে তার ব্যর্থতাগুলি আসলে আড়াল করছে ৷" একই সঙ্গে, 2024 সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলি বিজেপিকে পরাজিত করবে বলেও জানান তিনি।