পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Greets Nation: দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

গতকাল অযোধ্যার দীপোৎসবে অংশ নিতে গিয়ে রাম জন্মভূমিতে গিয়ে রাম লালার পুজো করেন প্রধানমন্ত্রী । এরপর আজ সকালে টুইটারে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী (PM Modi Greets the Nation) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 24, 2022, 8:23 AM IST

Updated : Oct 24, 2022, 11:30 AM IST

নয়া দিল্লি, 24 অক্টোবর: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Greets people on Diwali) । সকালে টুইটারে তিনি লেখেন, "এই আলোর উৎসব আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক কামনা করি ।"

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলির (Diwali 2022) সময় নানা ধরনের কর্মসূচিতে অংশ নেন মোদি । বিগত কয়েক বছর ধরে দীপাবলিতে সেনা বাহিনীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী (PM Modi) । সারা বছর সীমান্তে প্রতিকূল আবহাওয়ার মধ্যে থেকে যাঁরা দেশ রক্ষা করেন তাঁদের সঙ্গেই দীপাবলির আনন্দ ভাগ করে নেন প্রধানমন্ত্রী । এবার একযোগে তিনটি রাজ্যে বিশেষ কর্মসূচি আছে তাঁর ।

দীপাবলির আগের দিন রাম জন্মভূমিতে গিয়ে রাম লালার পুজো করেন তিনি ৷ অযোধ্যার দীপোৎসবে ( Ayodhya Deepotsav 2022 ) অংশ নিয়ে প্রথমেই অস্থায়ী রাম মন্দিরে গিয়ে রাম লালার দর্শন করেন ৷ 2020 সালের 5 অগস্ট এই রাম মন্দির নির্মাণের জন্য 'ভূমিপূজন' করেন মোদি । মাটির প্রদীপ জ্বালিয়ে রাম লালার সামনে আরতিও করেন (PM Narendra Modi) ৷

আরও পড়ুন:অযোধ্যায় রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী

এরপর আজ সকালে টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "সবাইকে দীপাবলির শুভেচ্ছা । দীপাবলি আলোর উৎসব । এই উৎসব আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই কামনা করি ।" পাশপাশি পরিবার ও পরিচিতদের নিয়ে সকলকে দীপাবলির আনন্দে মেতে উঠতে আহ্বানও জানান তিনি ।

Last Updated : Oct 24, 2022, 11:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details