পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Gifts World Leaders: ব্রিকসে গিয়ে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের রাষ্ট্রপতিকে ভারতীয় ঐতিহ্যবাহী উপহার মোদির

PM Modi Gifts World Leaders: ব্রিকসে গিয়ে বিশ্ব নেতাদের গোন্দ পেইন্টিং, সুরাহি, নাগা শালের মতো নানা ভারতীয় ঐতিহ্যবাহী উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:21 PM IST

Modi Gifts World Leaders
বিশ্ব নেতাদের ভারতীয় ঐতিহ্যবাহী উপহার মোদির

নয়াদিল্লি, 25 অগস্ট: জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়েকজন বিশ্ব নেতাকে এমন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেগুলি ভারতীয় শিল্পকর্ম এবং ঐতিহ্যের নিদর্শন ৷ তিনি তেলেঙ্গানা থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে একজোড়া 'সুরাহি' উপহার দিয়েছেন ৷ তাঁর স্ত্রী এবং আয়োজক দেশের ফার্স্ট লেডিকে উপহার দিয়েছেন নাগাল্যান্ডের শাল ৷ আধিকারিকরা এ কথা জানিয়েছেন ।

আধিকারিকরা জানিয়েছেন যে, 'বিদ্রি ফুলদানি' সম্পূর্ণরূপে একটি ভারতীয় সৃষ্টি, যা কর্ণাটকের বিদার শহরে একচেটিয়া ভাবে তৈরি হয় । এটি দস্তা, তামা এবং অন্যান্য অ-লৌহজাত ধাতুর সংকর ধাতু দিয়ে ঢালাই করা হয় । সুন্দর কারুকাজ ঢালাইয়ের উপর খোদাই করা হয় এবং খাঁটি রুপোর তার দিয়ে তা সাজানো হয় ৷ তারপর সেই ঢালাইজাত জিনিসটি বিদার দুর্গের বিশেষ মাটির সঙ্গে মিশ্রিত দ্রবণে ভিজিয়ে রাখা হয়, যার বিশেষ অক্সিডাইজিং বৈশিষ্ট্য রয়েছে বলে উল্লেখ করেছেন আধিকারিকরা । এর ফলে দস্তার খাদ এমন ভাবে উজ্জ্বল কালো হয়ে যায় যে, কালো ব্র্যাকগ্রাউন্ডের উপর অত্যাশ্চর্যভাবে রুপোলি ইনলেগুলিকে অক্ষত করে দেয় ৷

আরও পড়ুন:ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী শি জিনপিং, দাবি চিনা বিদেশ মন্ত্রকের

উপহারে রুপোর 'নক্কাশি'ও রয়েছে, যার নিদর্শনগুলি প্রথমে কাগজে আঁকা হয় এবং তারপরে রুপোলি শিটের উপর স্থানান্তরিত হয় । আধিকারিকরা আরও জানিয়েছেন যে, নাগা শাল টেক্সটাইল শিল্পের একটি সূক্ষ্ম রূপ ৷ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ডের উপজাতিরা বহু শতাব্দী ধরে এই শাল বুনে আসছে ৷ এই শালগুলির প্রাণবন্ত রং, জটিল নকশা এবং ঐতিহ্যবাহী বয়ন কৌশল সুপরিচিত, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে । প্রতিটি নাগা শাল একটি অনন্য গল্প বলে ৷ সেই শালে উপজাতির ইতিহাস, বিশ্বাস এবং মানুষের জীবনধারা প্রতিফলিত হয় বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

এ ছাড়াও প্রধানমন্ত্রী মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে মধ্যপ্রদেশের গোন্ড পেইন্টিং উপহার দেন । গোন্ড পেইন্টিংগুলি হল সবচেয়ে প্রশংসিত উপজাতীয় শিল্পের অন্যতম ৷ আধিকারিকরা জানিয়েছেন, বিন্দু এবং রেখা দ্বারা নির্মিত এই চিত্রগুলি গোন্ড সম্প্রদায়ের দেওয়াল এবং মেঝেতে চিত্রশিল্পের একটি অংশ । (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details