নয়াদিল্লি, 25 অগস্ট: জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়েকজন বিশ্ব নেতাকে এমন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেগুলি ভারতীয় শিল্পকর্ম এবং ঐতিহ্যের নিদর্শন ৷ তিনি তেলেঙ্গানা থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে একজোড়া 'সুরাহি' উপহার দিয়েছেন ৷ তাঁর স্ত্রী এবং আয়োজক দেশের ফার্স্ট লেডিকে উপহার দিয়েছেন নাগাল্যান্ডের শাল ৷ আধিকারিকরা এ কথা জানিয়েছেন ।
আধিকারিকরা জানিয়েছেন যে, 'বিদ্রি ফুলদানি' সম্পূর্ণরূপে একটি ভারতীয় সৃষ্টি, যা কর্ণাটকের বিদার শহরে একচেটিয়া ভাবে তৈরি হয় । এটি দস্তা, তামা এবং অন্যান্য অ-লৌহজাত ধাতুর সংকর ধাতু দিয়ে ঢালাই করা হয় । সুন্দর কারুকাজ ঢালাইয়ের উপর খোদাই করা হয় এবং খাঁটি রুপোর তার দিয়ে তা সাজানো হয় ৷ তারপর সেই ঢালাইজাত জিনিসটি বিদার দুর্গের বিশেষ মাটির সঙ্গে মিশ্রিত দ্রবণে ভিজিয়ে রাখা হয়, যার বিশেষ অক্সিডাইজিং বৈশিষ্ট্য রয়েছে বলে উল্লেখ করেছেন আধিকারিকরা । এর ফলে দস্তার খাদ এমন ভাবে উজ্জ্বল কালো হয়ে যায় যে, কালো ব্র্যাকগ্রাউন্ডের উপর অত্যাশ্চর্যভাবে রুপোলি ইনলেগুলিকে অক্ষত করে দেয় ৷