পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Gifts Akshata Murthy: জি20'তে অংশগ্রহণের উপহার, ব্রিটেনের ফার্স্ট লেডিকে বেনারসের বিখ্যাত শাল দিলেন মোদি

নয়াদিল্লিতে হওয়া জি20 সম্মেলনে আগত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সৌনকের স্ত্রী অক্ষতা মূর্তিকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বারানসীতে তৈরি বিশেষ শাল উপহার হিসাবে পেলেন ব্রিটেনের ফার্স্ট লেডি ৷

Etv Bharat
অক্ষতাকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:45 PM IST

বারাণসী, 12 সেপ্টেম্বর: নয়াদিল্লির ভারত মণ্ডপম সেন্টারে বসেছিল জি20 সম্মেলন ৷ দেশের মন্ত্রী-আমলাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জি20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত সকল দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ইতালির প্রধানমন্ত্রীা জর্জিয়া মেলোনির মতো উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও ৷ জি20'তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছিলেন ব্রিটেনের ফার্স্ট লেডি অক্ষতা মূর্তিও ৷ মেগা ইভেন্টে অংশগ্রহণের জন্য সুনাক-পত্নীকে বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

জানা গিয়েছে, সুন্দর ডিজাইন করা কদম কাঠের বাক্স করে বেনারসের প্রসিদ্ধ রেশমের শাল অক্ষতা মূর্তিকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই শাল ভারতের অন্যতম সুন্দর হ্যান্ডক্রাফটগুলোর মধ্যে একটি ৷ বেনারসে শিল্পীদের হাতে তৈরি এই শালের বুনন খুব মখমলে হয় ৷ এর কারুকার্যও নজরকাড়া ৷ বেনারসের প্রসিদ্ধ এই শাল আসলে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক ৷ কদম কাঠের বাক্সেরও আলাদা ঐতিহ্য আছে ভারতীয় সংস্কৃতিতে ৷ ভারতের সনাতন ধর্ম ও পৌরানিক ঘটনায় উল্লেখ রয়েছে এর ৷ যে বাক্সটি তৈরি করেছেন কর্ণাটকের কারিগররা ৷

এই ছবি সোশাল মিডিয়ায় আসতেই তা নিমেষে ভাইরাল ৷ শুধু তাই নয়, ঋষি সুনক এবং অক্ষতা মূর্তি সামাজিক মাধ্যমে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছেন সম্প্রতি ভারতে এসে ৷ জি20 সম্মেলনে যোগ দিতে এসে তাঁরা পুজো দেন অক্ষরধাম মন্দিরেও ৷ সেখানে তাঁদের দেখা গিয়েছে ভক্তিভরে আরতি করে ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পরেও ভারতের সনাতন ধর্মের প্রতি সুনকের বিশ্বাস এবং ভক্তির ছবিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর নয়া চমক, রেলওয়ে কোচে রেস্তরাঁ ওড়িশায়

বেনারসি সিল্ক মূলত বিয়ের অনুষ্ঠান বা বিশেষ কোনও অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে ৷ এই ধরনের রেশম সিল্কের চাদর বা পোশাক রাজকীয়ভাব নিয়ে আসে ৷ এর উজ্জ্বল কাজ ও রং ফ্যাশন দুনিয়ায় অন্যতম দেখার মতো জিনিস ৷ এই ধরনের জিনিস এক কাঁধে রেখে ব্যবহার করা যায় ওড়নার বা চাদরের মতো অথবা তা গলায় স্কার্ফ হিসাবেও ব্যবহার করা যায় ৷ যেভাবেই ব্যবহার করা হোক না কেন, তা এক আলাদা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে ৷ শুধু তাই নয়, ভারতীয় মহিলাদের কাছে বেনারসি শাড়ির কদরই আলাদা ৷

(পিআইবি)

ABOUT THE AUTHOR

...view details