দিল্লি, 17 জানুয়ারি : দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাতের কেভাডিয়ায় মোট আটটি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের স্ট্য়াচু অফ ইউনিটির সঙ্গে বিরামহীন যোগাযোগ ব্য়বস্থা তৈরি করতেই এই রেল পরিষেবা চালু করা হয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এই রেল যোগাযোগ সূচনার ফলে গুজরাতের নর্মদা জেলায় সর্দার বল্লভভাই প্য়াটেলের স্ট্য়াচু অফ ইউনিটি দর্শনে পর্যটকদের যাতায়াতে আরও সুবিধা হবে জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভার্চুয়াল সভায় 8টি ট্রেনের সূচনা করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷
এদিন যে ট্রেনগুলির সূচনা প্রধানমন্ত্রী করেন সেগুলি হল- কেভাডিয়া-বারাণসী মহামানা সাপ্তাহিক এক্সপ্রেস, দাদর-কেভাডিয়া এক্সপ্রেস (দৈনিক), আহমেদাবাদ-কেভাডিয়া জনশতাব্দী এক্সপ্রেস (দৈনিক), নাজিমুদ্দিন-কেভাডিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (সপ্তাহে দু’দিন), কেভাডিয়া-রেওয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), চেন্নাই-কেভাডিয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), প্রতাপনগর-কেভাডিয়া মেমু ট্রেন (দৈনিক) এবং কেভাডিয়া-প্রতাপনগর মেমু ট্রেন (দৈনিক)৷