নয়াদিল্লি, 29 অক্টোবর:পশ্চিম এশিয়ার সুরক্ষাব্যবস্থার ক্রমাবনতি ও মানবিক পরিস্থিতি নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টেলিফোনে এই বিষয়ে নিজেদের মতামত বিনিময় করেন দুই রাষ্ট্রনেতা ৷ এ প্রসঙ্গে মোদি বলেন যে "আমরা সন্ত্রাসবাদ, হিংসা ও সাধারণ মানুষের প্রাণহানির বিষয়ে পরস্পরের উদ্বেগ শেয়ার করেছি ৷"
রবিবার এক্স পোস্টে (পূর্বে টুইটার) প্রধানমন্ত্রী লেখেন, "গতকাল প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির সঙ্গে কথা বলি । পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার অবনতি এবং মানবিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করি ৷ আমরা সন্ত্রাসবাদ, হিংসা এবং সাধারণ মানুষের জীবনহানির বিষয়ে উদ্বেগ শেয়ার করি । আমরা শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃস্থাপন এবং মানবিক সহায়তা সহজতর করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত ।"
মিশরের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, সে দেশের প্রেসিডেন্ট এল-সিসি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে একটি ফোন কল পান এবং দুই নেতা গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মতামত বিনিময় করেন । বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা বেসামরিক নাগরিকদের জীবনে এর ভয়াবহ প্রভাব এবং যুদ্ধের কারণে গোটা রিজিয়নের নিরাপত্তার গভীর হুমকির মুখে পড়বে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷
মিশরীয় প্রেসিডেন্সির মুখপাত্র কাউন্সেলর আহমেদ ফাহমি বলেন, প্রেসিডেন্ট এল-সিসি নিশ্চিত করেছেন যে, মিশর যুদ্ধবিরতিতে পৌঁছনোর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয়ের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:গাজায় যুদ্ধ বিরতি চেয়ে নিউইর্য়ক-লন্ডনে পথে নামলেন প্যালেস্তাইনের সমর্থকরা
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট গাজা উপত্যকায় স্থল হামলার ভয়াবহ মানবিক ও নিরাপত্তাজনিত প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন । তিনি কূটনৈতিক স্তরে একটি তাৎক্ষণিক সমাধান খুঁজে বের করার জন্য সমবেত আন্তর্জাতিক পদক্ষেপের সমালোচনামূলক প্রয়োজনীয়তার উপর জোর দেন ৷ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতিকে শক্তিশালী করে সাধারণ নাগরিকদের জীবন রক্ষা এবং গাজা উপত্যকায় তাৎক্ষণিক, দীর্ঘমেয়াদি এবং নিরবচ্ছিন্ন ভাবে মানবিক সহায়তা প্রদানের কথাও বলেন তিনি ৷ এ বিষয়ে গত 27 অক্টোবরই প্রস্তাব গৃহীত হয়েছে রাষ্ট্রসংঘে ৷
প্রেসিডেন্ট এল-সিসি এবং প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের অসামান্য স্তরে রয়েছে বলে জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন । তাঁরা মিশর ও ভারতের মধ্যে যৌথ সহযোগিতা আরও জোরদার করার জন্য দুই দেশের প্রতিষ্ঠানের নেতৃত্ব অব্যাহত রাখতে তাদের দৃঢ়তার উপর জোর দিয়েছে, মিশরীয় পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এ কথা বলা হয়েছে ।