নয়াদিল্লি, 14 জুন : বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৷ আগামী দেড় বছরের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর (PM Modi directs recruitment of 10 lakh people over next one and half years) ৷ বিভিন্ন মন্ত্রককে সেই লক্ষ্যে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মোদি ৷ মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি টুইটও করা হয়েছে পিএমও-র তরফে ৷
টুইটে পিএমও লিখেছে, "বিভিন্ন বিভাগ ও মন্ত্রককে তাদের মানবসম্পদ পরিস্থিতি খতিয়ে দেখার ও আগামী দেড় বছরের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷" কেন্দ্রের এই বড় ঘোষণায় স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অনেকে মনে করছেন, দেশে কর্মসংস্থানের খারাপ অবস্থা নিয়ে বেশ চাপে রয়েছে কেন্দ্র ৷ মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতে বিরোধীদের টানা আক্রমণ সামলাতে হচ্ছে মোদি সরকারকে ৷ এই অবস্থায় কেন্দ্রের এই ঘোষণা বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে নয়া অস্ত্র জোগাতে পারে বিজেপির হাতে ৷ 2024 লোকসভা নির্বাচনের দামামা বাজতেও আর দেড় বছরের মতো সময় রয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা সেই ভোটে ভাল ফল করতে পরিকল্পনা করেই এই সময়ের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷