আমেদাবাদ, 5 ডিসেম্বর: সোমবার অনুষ্ঠিত হয়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট (Gujarat Election 2022) ৷ এদিন আমেদাবাদের নিশান সিং স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, ভোট পর্বের মাঝেও এদিন ভোট দিতে যাওয়ার সময় এবং ভোট দিয়ে বেরিয়ে আসার পরে রোড-শো'য়ের ভঙ্গিতে কার্যত ভোটের প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী (PM Modi did a road show after casting his vote) ৷ যা নিয়মবিরুদ্ধ ৷ বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস ৷ দাবি করেছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ৷
ভিডিয়োতে দেখা গিয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার পথে ও ভোট দিয়ে বেরনোর পর বেশকিছুটা পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi casts vote) ৷ সে সময় সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে হাত নাড়তে দেখা গিয়েছে ৷ এই বিষয়টি ভোটকে প্রভাবিত করার চেষ্টা বলেই দেখছে বিরোধীরা (congress allegation against PM Modi) ৷