চেন্নাই, 29 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হল 44 দম চেস অলিম্পিয়াডের (PM Modi declares 44th Chess Olympiad open) ৷ এদিন জেএলএন ইনডোর স্টেডিয়ামে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, অভিনেতা রজনীকান্ত প্রমুখ ৷
উল্লেখ্য, এই চেস অলিম্পিয়াড উপলক্ষে গত 19 জুন নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ন্যাশনাল স্টেডিয়াম থেকে টর্চ রিলের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, "তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরের গায়ে আঁকা রেখচিত্রে বিভিন্ন খেলার কথা ফুটে ওঠে ৷ দাবা খেলার সঙ্গে এই রাজ্যের এক ঐতিহাসিক যোগ আছে ৷ এই রাজ্য বহু বিখ্যাত দাবারুর জন্ম দিয়েছে ৷ "