নয়াদিল্লি, 5 জানুয়ারি : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরনামায় বিপত্তি ৷ বুধবার ফিরোজপুরের কর্মসূচিতে যাওয়ার পথে ফ্লাইওভারে বিক্ষোভের মাঝে 15-20 মিনিট আটকে রইল নমো'র কনভয় ৷ নিরাপত্তা ইস্যুতে পরবর্তীতে কর্মসূচি বাতিল করে ভাটিন্ডায় ফিরল প্রধানমন্ত্রীর কনভয় (PM Modi convoy stucks on Punjab flyover due to major security laps) ৷ ঘটনায় পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক (MHA has sought a detailed report from Punjab government) ৷ গোটা বিষয়টিকে 'বড়সড় ত্রুটি' হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷
চলতি বছরেই বিধানসভা নির্বাচন পঞ্জাবে ৷ তার আগে এদিন পঞ্জাব সফরে গিয়ে হুসেইনিওয়ালা শহীদ স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিন প্রধানমন্ত্রীর ৷ প্রাথমিক সূচি অনুযায়ী ভাটিন্ডা থেকে হেলিপ্যাডে ফিরোজপুর জেলার হুসেইনিওয়ালায় পৌঁছনোর কথা ছিল মোদির ৷ কিন্তু বাধ সাধে আবহাওয়া ৷ বৃষ্টির জেরে দৃশ্যমানতার অভাবে পরবর্তীতে ঠিক হয় হেলিপ্যাড নয়, মোদি যাবেন সড়কপথে (Due to rain it was decided that he would visit the National Marytrs' Memorial via road) ৷ সেখানেই বাঁধে বড়সড় বিপত্তি ৷