নয়াদিল্লি, 6 জুলাই: রাজ্যসভায় মনোনীত হলেন কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট পিটি ঊষা ৷ পিটি ঊষার পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষের জন্য মনোনীত হয়েছেন মিউজিক মায়েস্ত্রো ইলিয়ারাজা ৷ দু'জনকেই শুভেচ্ছা জানালেন প্রধানমবন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi congratulates former Olympian athlete PT Usha on being nominated to the Rajya Sabha) ৷ পিটি ঊষা, ইলিয়ারাজা-র পাশাপাশি এদিন দক্ষিণ ভারতেরই আরও দুই ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি, এঁরা হলেন মানবপ্রেমী ও ধরমস্থলা মন্দিরের ধর্মাধিকারী বীরেন্দ্র হেগাড় এবং চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ ৷
এদিন টুইটারে নাম ঘোষণা করে প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ 'পায়োলি এক্সপ্রেস' পিটি ঊষা-কে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, "পিটি ঊষা জি সকল ভারতীয়ের কাছে একজন অনুপ্রেরণা ৷ খেলাধুলোয় তাঁর কৃতিত্ব সম্পর্কে সকলেই অবগত। পাশাপাশি গত কয়েকবছর ধরে যেভাবে ভবিষ্যতের অ্যাথলিটদের তৈরি করছেন উনি, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য ওনাকে অভিনন্দন।"