নয়াদিল্লি, 13 মে:কর্ণাটকে বিপুল জয়ের পর কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা ভোটের আগে কর্ণাটক বিধানসভা নির্বাচন ছিল দুই যুযুধান দলের কাছেই অ্যাসিড টেস্টের সামিল ৷ আর সেখানে 100-র অনেক নীচেই আটকে গেল পদ্ম রথের চাকা ৷ কাজে এল না মোদি ম্যাজিকও ৷ প্রায় 19টি জনসভা এবং 6টি বড় রোড-শো করলেও কাজে এল না কিছুই ৷ শেষ পর্যন্ত বিপুল জয়ের জন্য হাত শিবিরকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে তিনি লিখেছেন, "জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের প্রতি আমার শুভকামনা ৷"
কর্ণাটকের হারের পর দাক্ষিণাত্য থেকে কার্যত বিদায় নিল বিজেপি ৷ লোকসভা ভোটের আগে যা দলের কাছে অশনি সংকেতের সমান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ 24-এর গোড়াতেই লোকসভা ভোট ৷ তার আগে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা ভোট আছে ৷ যার মধ্যে ছত্তিশগড়ে এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্বধীন সরকার ৷ অন্যদিকে মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী থাকলেও, কংগ্রসেরে অভিযোগ দল ভেঙে সেখানে সরকার গড়েছিল বিজেপি ৷ এই একই অভিযোগ আছে মহারাষ্ট্রের ক্ষেত্রেও ৷ এই অবস্থায় মোদি ম্যাজিক আদৌ 24-এ কাজ করবে কিনা তা নিয়ে প্রবল সন্দিহান খোদ বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷
অন্যদিকে, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকেই কর্ণাটক ভোটের ফলাফলের জন্য ফুল মার্কস দিতে চাইছে কংগ্রেস ৷ সঙ্গী অবশ্যই রাহুলকে দেওয়া বিজেপির একাধিক উপাধি ৷ আর সেই ট্র্যাজিক হিরো 'পাপ্পু'কেই প্রকান্তরে এদিন শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেস পার্টিকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা পূরণে তারা কাজ করবে, তাদের প্রতি আমার শুভকামনা রইল।"
এদিন বেলা গড়াতেই স্পষ্ট হতে থাকে কর্ণাটকের ভোটের ফল কোন দিকে এগোচ্ছে ৷ আর বিকালের আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি চলে আসেন খোদ রাহুল গান্ধি থেকে সে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ একজন দলের বিপুল জয়ের জন্য কর্ণাটকবাসী এবং কংগ্রেসের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিজেপিকে আক্রমণ করলেন, তো অন্যজন রাজ্যে দলের ভড়াডুবির জন্য যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন ৷ কিন্তু এত কিছুর মধ্যেও দেশের তাবড় রাজনীতিবিদ থেকে আমজনতার নজর ছিল প্রধানমন্ত্রী মোদির দিকে ৷ শেষ পর্যন্ত ভোটের সম্পূর্ণ ফল প্রকাশের কিছু বাদেই টুইট করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ টুইটে তিনি লিখেছেন, "কর্ণাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করছি। আমরা আগামী সময়ে আরও জোরালোভাবে কর্ণাটকের মানুষের সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।" এর পরই কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি ৷
আরও পড়ুন: ট্র্যাজিক হিরো রাহুলই জয়ের নায়ক কর্ণাটকে, দক্ষিণ বিজয়ে উচ্ছ্বসিত কংগ্রেস