পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Attacks TMC on Hindu Vote : হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, অভিযোগ মোদির - হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল

সোমবার উত্তরপ্রদেশের কানপুর দেহাত এলাকায় নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখান থেকে তিনি নিশানা করলেন তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁর দাবি, মমতার দল হিন্দু ভোট ভাগ করতে চাইছে (pm modi claims that tmc wants divide hindu votes) ৷

pm modi claims that tmc wants divide hindu votes
Modi Attacks TMC on Hindu Vote : হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, অভিযোগ মোদির

By

Published : Feb 14, 2022, 8:22 PM IST

কানপুর, 14 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সোমবার তিনি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগ করে দেওয়ার অভিযোগ করলেন (pm modi claims that tmc wants divide hindu votes) ৷

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে ৷ আজ, সোমবার উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোট ছিল ৷ আর গোয়া ও উত্তরাখণ্ডে এদিন ভোটগ্রহণ হল ৷ আগামী 20 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট (Uttar Pradesh Assembly Election 2022) ৷ সেই কারণে তিনি উত্তরপ্রদেশে এদিন ভোটের প্রচারে হাজির হন ৷

কানপুর দেহাত এলাকায় একটি সভার মঞ্চ থেকে তিনি সরাসরি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ গোয়ার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি তৃণমূলের সমালোচনা করেন ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস গোয়ায় একটি রাজনৈতিক দলের (পড়ুন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি) সঙ্গে জোট করেছে, হিন্দু ভোট ভাগ করার জন্য ৷ এটা তৃণমূলের এক নেতা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ৷

এই বিষয়টিকে সামনে রেখেই মমতার (TMC Chairperson Mamata Banerjee) দলকে নিশানা করেন মোদি ৷ তিনি প্রশ্ন তোলেন, এই মনোভাব কি ধর্মনিরেপক্ষতা ? এভাবে কি কোনও সম্প্রদায়ের ভোট ভাগের কথা বলা যায় ? এই নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত বলেও তিনি দাবি করেন ৷

কানপুরের ওই এলাকায় জন্মেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেই প্রসঙ্গও মোদি নিজের ভাষণে তুলে ধরেন ৷ পাশাপাশি দাবি করেন যে উত্তর প্রদেশে যোগী সরকার আবার ফিরছে, তা এখনই স্পষ্ট হয়ে গিয়েছে ৷

এছাড়া তিনি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সমালোচনা করেন সমাজবাদী পার্টি ও ওই দলের নেতা অখিলেশ যাদবের ৷ একই সঙ্গে তিনি কেন্দ্রে তাঁর সরকারের তরফে দেশবাসীর জন্য কী কী উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে, তা জানান ৷

আরও পড়ুন :Modi on UP Assembly Polls : প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি মোদির

ABOUT THE AUTHOR

...view details