কানপুর, 14 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সোমবার তিনি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগ করে দেওয়ার অভিযোগ করলেন (pm modi claims that tmc wants divide hindu votes) ৷
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে ৷ আজ, সোমবার উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোট ছিল ৷ আর গোয়া ও উত্তরাখণ্ডে এদিন ভোটগ্রহণ হল ৷ আগামী 20 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট (Uttar Pradesh Assembly Election 2022) ৷ সেই কারণে তিনি উত্তরপ্রদেশে এদিন ভোটের প্রচারে হাজির হন ৷
কানপুর দেহাত এলাকায় একটি সভার মঞ্চ থেকে তিনি সরাসরি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ গোয়ার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি তৃণমূলের সমালোচনা করেন ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস গোয়ায় একটি রাজনৈতিক দলের (পড়ুন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি) সঙ্গে জোট করেছে, হিন্দু ভোট ভাগ করার জন্য ৷ এটা তৃণমূলের এক নেতা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ৷