নয়াদিল্লি, 2 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারে এখন জ্বলজ্বল করছে তেরঙা (Tricolour)৷ মঙ্গলবারই নিজের অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার (PM Social media DP) বদলে নয়া অভিযান শুরু করলেন তিনি ৷ জাতীয় পতাকাকে সেলিব্রেট করার জন্য দেশবাসীও যাতে তাঁর পথ অনুসরণ করে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি তেরঙা করেন, সেই আর্জি জানিয়েছেন নমো (PM Modi changes display picture)৷
রবিবার রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ (Mann ki Baat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! এই 'আন্দোলন'কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দেন তিনি ৷ 2 থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্য়েক দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তেরঙার ছবি রাখার আবেদন জানান প্রধানমন্ত্রী ৷ সেই মতোই আজ সাতসকালে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলান ৷ এরপর টুইট করে লেখেন, "আজ একটা বিশেষ 2 অগস্ট ৷ আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, আমাদের তেরঙাকে সেলিব্রেট করতে সম্মিলিত অভিযান 'হার ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) পালনের জন্য আমাদের দেশ তৈরি ৷ আমার সোশ্যাল মিডিয়ার পাতায় ডিপি বদলেছি ৷ আপনাদেরও সবাইকে এটা করার জন্য অনুরোধ করছি ৷"