নয়া দিল্লি, 27 নভেম্বর : দেশের বর্তমান কোভিড-19 পরিস্থিতি এবং ভ্যাকসিনেশন নিয়ে সরকারের উচ্চ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi chairs a meet on COVID-19 and vaccination) ৷
দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি পাওয়া গিয়েছে করোনার নতুন ধরন বি.1.1.529 ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে 'ওমিক্রন' (WHO named the new Covid-19 variant Omicron) ৷ এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা-সহ বেশ কিছু দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতে এসেও যাত্রীদের নতুন করে করোনা পরীক্ষা করতে হবে ৷
স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় হংকং আর ইজ়রায়েলকে যোগ করেছে ৷ এই দেশগুলি থেকে যাত্রীরা ভারতে এলে অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে ৷ নতুন এই কোভিড ভ্যারিয়্যান্ট যাতে কোনও ভাবে দেশে না ঢোকে, তা রুখতেই ফের কড়াকড়ি চালু হল ৷