গান্ধিনগর, 31 অক্টোবর: মোরবি নদীর উপর সেতু বিপর্যয়ের পর উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গান্ধিনগরে রাজভবনে সোমবার এই বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ৷ উদ্ধারকাজ ও ত্রাণ নিয়ে প্রধানমন্ত্রীকে এদিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) ৷
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিব ৷ মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi chairs high level meeting to review situation in Morbi) ৷