পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Chairs High Level Meeting : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই প্রতিরক্ষায় দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা মোদির - pm modi chairs high level meeting to review indias security preparedness

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের (Russia Ukraine Conflict) ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷

PM Modi in High Level Meeting
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই প্রতিরক্ষায় দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা মোদির

By

Published : Mar 13, 2022, 5:27 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৷ ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলার প্রতিবাদে ভ্লাদিমির পুতিনের দেশকে একঘরে করতে উঠেপড়ে লেগেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন-সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ যার যেরে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে ৷ রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির এই নিষেধাজ্ঞার ফলে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কী হবে তা নিয়ে জল্পনা চলছে ৷ বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপর বিপুলভাবে নির্ভরশীল ভারতের সামরিক চুক্তিগুলির ভবিষ্যত নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে (PM Modi chairs meeting to review India's security preparedness) ৷ সূত্রের খবর, এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভর হয়ে ওঠার উপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ মনে করা হচ্ছে, ভবিষ্যতে বিশ্বে ফের এরকম সংকটের পরিস্থিতি তৈরি হলে ভারতকে যাতে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেকারণেই এই বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যদিও প্রতিরক্ষা ক্ষেত্রে (Narendra Modi meeting on National Security) আত্মনির্ভরতার কথা এর আগেও শোনা গিয়েছে তাঁর মুখে ৷ ভারতে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন : মেলিটোপোলের মেয়রকে মুক্ত করতে ইজরায়েলের শরণে জেলেনস্কি

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রমুখ ৷ সরকারের বিবৃতি অনুযায়ী, এদিনের বৈঠকে আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের সীমান্ত নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও অপারেশন গঙ্গা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় ৷ ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া সিংহভাগ ভারতীয় পড়ুয়াকেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ৷

ইউক্রেনের খারকিভে মৃত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পার দেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় সেবিষয়ে পদক্ষেপ করতে বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details