পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Holds CCS Meeting : আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় মোদির বাসভবনে ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক

আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর জরুরি ক্যাবিনেট নিরাপত্তা কমিটির (Cabinet Committee on Security- CCS) বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ৷ মঙ্গলবার নিজ বাসভবনে প্রধানমন্ত্রী এই বৈঠক করেন ৷

মোদির ক্যাবিনেট নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক
মোদির ক্যাবিনেট নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

By

Published : Aug 17, 2021, 9:01 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট : আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনা এবং কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা আলোচনা করতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 7, লোক কল্যাণ মার্গে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ক্যাবিনেট নিরাপত্তা কমিটির (Cabinet Committee on Security- CCS) বৈঠকটি সারেন ৷ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) ৷ ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও (Ajit Doval) ৷

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে গণমাধ্যমকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছেন । জানানো হয়, প্রধানমন্ত্রী গতকাল গভীর রাত পর্যন্ত পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং বিমানটি আকাশে ওড়ার পরও খোঁজ নেন পরিস্থিতি ঠিক ছিল কি না ৷ জামনগরে ফিরে আসা সকলের জন্য পর্যাপ্ত খাবার-দাবারের ব্যবস্থা যাতে নিশ্চিত থাকে তার নির্দেশও দেন ৷

কাবুলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের কর্মীদের কেন্দ্র সরিয়ে এনেছে ৷ বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়, "দু'টি ধাপে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ৷ রাষ্ট্রদূত-সহ বাকি কর্মীরা দিল্লি পৌঁছেছেন মঙ্গলবার বিকেলেই ৷"

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আফগানিস্তান থেকে ভারতে ফিরে আসার জন্য 1 হাজার 650 জনেরও বেশি আবেদন জানিয়েছেন ৷ কাবুলে ভারতীয় দূতাবাসটি বর্তমানে স্থানীয় কর্মীরা রয়েছেন ৷ তাঁরাই কাজ পরিচালনা করছেন ৷

আরও পড়ুন : Afghanistan: মার্কিন কর্তার সঙ্গে কথা ডোভালের, কূটনীতির চালে ফিরলেন ভারতীয় কর্মীরা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details