নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: মহাত্মা গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারে জোয়ার আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Vocal for Local)৷ 'ভোকাল ফর লোকাল' (Vocal for Local) প্রচারকে এগিয়ে নিয়ে গিয়ে খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্প কেনাকাটায় সব রেকর্ড ভেঙে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ৷
মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ (Mann ki baat) প্রধানমন্ত্রী উৎসবের মরশুমের আগে স্থানীয় দ্রব্য কেনাকাটা ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করার উপর জোর দিয়েছেন ৷ এ দিন তিনি বলেন, "আমাদের উৎসবের সঙ্গে যোগ রয়েছে দেশের একটি নতুন রেজোলিউশনের (Vocal for Local resolution)৷ এই রেজোলিউশন হল ভোকাল ফর লোকাল ৷ 2 অক্টোবর বাপুর জন্মবার্ষিকীর আগে এই প্রচারকে আমাদের আরও বেশি করে জোর দিতে হবে ৷ আমরা আত্ম-নির্ভর ভারত গড়ার চেষ্টা করছি, সে জন্য এই প্রচারের একটা বিশেষত্ব রয়েছে ৷ স্বাধীনতাপ্রেমীদের জন্য এটাই হবে একটা প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন ৷ আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে, খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্পের জিনিস কেনাকাটার ক্ষেত্রে সব রেকর্ড ভেঙে দিন ৷"