নয়াদিল্লি, 15 জানুয়ারি : ফের স্টার্ট আপের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi Praises Startups) ৷ শনিবার তিনি বলেন, ‘‘আমাদের স্টার্ট আপগুলি অনেক নিয়ম বদলে দিয়েছে ৷ আমার বিশ্বাস স্টার্ট আপই এখন নতুন ভারতের মেরুদণ্ড (Startups are going to be the backbone of New India) ৷’’
এদিন স্টার্ট আপ সংক্রান্ত নতুন উদ্যোগপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর আবেদন, ‘‘এবার ভারতের জন্য আবিষ্কার করুন, ভারত থেকে আবিষ্কার করুন ৷’’
স্টার্ট আপগুলিকে উন্নত করতে এবং আরও নতুন ধরনের স্টার্ট আপ যাতে শুরু হয়, সেই দিকে সরকারেরও নজর রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ সেই কারণেই ভারতে স্টার্ট আপের অগ্রগতি হচ্ছে বলে প্রধানমন্ত্রীর দাবি ৷ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, 2013-14 তে 4 হাজার পেটেন্ট দেওয়া হয়েছিল ৷ সাম্প্রতিক কালে তা 28 হাজারে পৌঁছেছে ৷ আবার 2013-14 তে 70 হাজার ট্রেড মার্ক দেওয়া হয়েছিল ৷ 2020-21 এ সেই সংখ্যা আড়াই লক্ষে পৌঁছে গিয়েছে ৷