নয়াদিল্লি, 19 জুন : সেনা নিয়োগে কেন্দ্রের নয়া 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিক্ষোভ হচ্ছে দেশজুড়ে ৷ সরকার ও সেনা বাহিনীর শীর্ষ কর্তারা যখন এই প্রকল্পের বিষয়ে পঞ্চমুখ, তখন এর বিরোধিতায় পথে নেমেছে যুব সমাজ ৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও এর বিরুদ্ধে সরব হয়েছে ৷ এই অবস্থায় সরাসরি অগ্নিপথ প্রকল্পের নাম না নিলেও তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷
রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য হল অনেক ভাল বিষয় যা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তা রাজনীতির কারণে আটকে যায় ৷" গত বছর যে তিনি ডিফেন্স কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন এদিন সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, রবিবারই দেশের তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করে 'অগ্নিপথ' প্রকল্পের প্রশংসা করে হয়েছে ও বিক্ষোভে অংশ না নিয়ে যুব সম্প্রদায়কে এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগদানের আহ্বান জানানো হয়েছে ৷