দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা দিতে গিয়ে অখণ্ড ভারতের কথা মনে করালেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। পাশাপাশি আধুনিক শিক্ষার জন্য দেশ বাংলার দিকে তাকিয়ে রয়েছে বলেও জানান তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড় এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
আজকের ভার্চুয়ালি অনুষ্ঠানে শুরুতেই শান্তিনিকেতনের পবিত্র ভূমিকে প্রণাম জানান মোদি। পাশাপাশি ছত্রপতি শিবাজির জন্ম জয়ন্তীর কথা উল্লেখ করে রবিঠাকুরের কবিতা পাঠ করে বক্তব্য় শুরু করেন তিনি। তারপরেই তিনি বলেন, "রবীন্দ্রনাথের অখণ্ড ভারতের ভাবনা মনে রাখতে হবে।"