পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Meets NDA MPs: রাখিবন্ধন উৎসবে এনডিএ সাংসদদের মুসলিম মহিলাদের কাছে যেতে বললেন মোদি

PM Modi asks NDA MPs to reach out to Muslim women: রাখিবন্ধন উৎসবে এনডিএ সাংসদদের মুসলিম মহিলাদের কাছে যেতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ প্রসঙ্গে তিনি তুলে ধরলেন তিন তালাক নিষিদ্ধ করায় তাঁর সরকারের সিদ্ধান্তের কথা ৷

pm modi
pm modi

By

Published : Aug 1, 2023, 8:11 PM IST

Updated : Aug 1, 2023, 11:00 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: তার সরকারের তিন তালাক নিষিদ্ধ করার সিদ্ধান্ত মুসলিম মহিলাদের জন্য সুরক্ষার সামগ্রিক বোধকে বাড়িয়েছে ৷ এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আসন্ন রাখিবন্ধন উৎসবে বিজেপি নেতাদের মুসলিম মহিলাদের কাছে যেতে বলেছেন তিনি ৷

সূত্র জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাতে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন ৷ 2024 লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে সেই বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ বিজেপি নেতারা সমাজের বিভিন্ন অংশের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন ।

বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদ বলেন যে, প্রধানমন্ত্রী মোদি সমাজের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং মুসলিম পুরুষদের মধ্যে তাত্ক্ষণিক বিবাহবিচ্ছেদের প্রথা নিষিদ্ধ করার জন্য তাঁর সরকারের সিদ্ধান্ত উল্লেখ করেছেন । সরকার তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে মান্যতা দিয়েছে ৷

প্রধানমন্ত্রী বলেন যে, এই সিদ্ধান্তটি মুসলিম মহিলাদের বড় উত্সাহ জুগিয়েছে ৷ বৈঠকে উপস্থিত সাংসদরা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের কাছে পৌঁছনোর জন্য রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন । ভাই ও বোনেদের মধ্যে সম্পর্কের উদযাপনের অনুষ্ঠান রাখিবন্ধন চলতি বছরের 30 অগস্ট ৷

আরও পড়ুন:আরএসএস নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধির, দাবি নতুন বইয়ে

মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) বিলটি 2019 সালে সংসদে পাশ হয় ৷ যার ফলে তাত্ক্ষণিক তিন তালাক প্রথাকে অবৈধ হিসেবে ঘোষিত হয় ৷ এর ফলে তাৎক্ষণিক তিন তালাক দিলে স্বামীর হাজতবাসের শাস্তিও হতে পারে ৷

প্রধানমন্ত্রী প্রায়ই মুসলিম মহিলাদের জন্য তাঁর সরকারের সংস্কার পদক্ষেপগুলির কথা তুলে ধরেন । তাঁর সাম্প্রতিক 'মন কি বাত' ভাষণে, তিনি উল্লেখ করেছেন যে এই বছর 'মহরাম' ছাড়াই 4,000-এরও বেশি মুসলিম মহিলার হজ করা একটি বিশাল পরিবর্তন ৷ তিনি বলেন যে, আগের থেকে আরও বেশি সংখ্যক মানুষ বার্ষিক তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পাচ্ছে । গত কয়েক বছরে তাঁর সরকার হজ নীতিতে পরিবর্তন এনেছে বলেও জানান নমো ।

সাংসদদের মোদি বলেন, বিরোধী দলগুলি একটি নতুন নামে তাদের জোট করার চেষ্টা করছে ৷ নাম দিয়েছে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) ৷ কারণ তাদের পূর্বের জোট ইউপিএ বেশ কয়েকটি কেলেঙ্কারিতে কলঙ্কিত হয়েছিল । মোদির কথায়, জনগণ এটা কখনওই মেনে নেবে না । বিজেপি এনডিএ সাংসদদের অঞ্চলভিত্তিক প্রায় 40 জন সদস্যের ক্লাস্টারে বিভক্ত করেছে এবং সংসদের চলমান বাদল অধিবেশন চলাকালীন মোদি তাঁদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বলে আশা করা হচ্ছে । সোমবার প্রথম দুটি বৈঠক হয় ।

তিনি উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল থেকে কানপুর-বুন্দেলখণ্ড অঞ্চল পর্যন্ত প্রায় 45 এনডিএ সাংসদের একটি বৈঠকে বক্তৃতা করেন । উত্তরপ্রদেশের সাংসদদের সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, শাসক জোট সমাজ ও দেশের সেবা করছে এবং মানুষের আশীর্বাদ গ্রহণ করছে । মোদি সাংসদদের সরকারের কাজ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা নিয়ে জনগণের কাছে যেতে বলেছেন এবং জনগণের কাছে পৌঁছনোর জন্য সর্বাধিক সময় ব্যয় করার পরামর্শ দিয়েছেন । তিনি বলেন যে, বিরোধী জোট তার নাম ইউপিএ থেকে ইন্ডিয়ায় পরিবর্তন করতে পারে, তবে এতে তাদের দুর্নীতি ও অপশাসনের পাপ ধুয়ে ফেলতে সক্ষম হবে না ।

Last Updated : Aug 1, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details