পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Afghanistan : গুরুত্ব বুঝে সেই বিষয়েই জোর দিন, আফগানিস্তান ইস্যুতে জয়শংকর-ডোভালকে নির্দেশ মোদির - রাষ্ট্রসংঘ

আফগানিস্তানে ভারতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কী ? সেটা ঠিক করে সেদিকেই মনোনিবেশ করতে হবে ৷ মঙ্গলবার একটি বৈঠকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ও দফতরের আধিকারিকরা ৷

PM Modi asks Jaishankar, Doval, officials to focus on immediate priorities in Afghanistan
Afghanistan : গুরুত্ব বুঝে আফগানিস্তান ইস্যুতে জয়শংকর-ডোভালকে মনোনিবেশের নির্দেশ মোদির

By

Published : Aug 31, 2021, 4:00 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট :এই মুহূর্তে আফগানিস্তানে ভারতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী ? আপাতত সেদিকেই সকলকে মনোনিবেশ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ মঙ্গলবার আয়োজিত একটি বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ও দফতরের আধিকারিকদের এই নির্দেশ দেন তিনি ৷ প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের পর থেকেই গত কয়েক দিন ধরে নিয়মিত এই বৈঠক হচ্ছে ৷ আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করা ও রোজের ঘটনাপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্যই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন :China on Afghanistan: বিশৃঙ্খলভাবে বিদেশি সেনা প্রত্যাহারের জন্য অশান্ত আফগানিস্তান, রাষ্ট্রসংঘে বলল চিন

সূত্রের খবর, এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷ নয়াদিল্লি আগেই স্পষ্ট করেছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতের প্রত্যেক নাগরিককে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনাই কেন্দ্রীয় সরকারের প্রধান এবং প্রথম লক্ষ্য ৷ এছাড়া, যে আফগান নাগরিকরা (বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়) দেশ ছেড়ে পালানো চেষ্টা করছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবর রাখছে ভারত সরকার ৷ আগামী দিনে আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ যাতে মাথাচাড়া না দেয়, তা নিয়েও সজাগ রয়েছে মোদি সরকার ৷

এদিনের এই বৈঠক প্রসঙ্গে সূত্রের দাবি, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে প্রধানমন্ত্রীর নির্দেশ, ভারতকে আফগানিস্তানে তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নিতে হবে এবং প্রয়োজন মাফিক পদক্ষেপ করতে হবে ৷ বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের গোষ্ঠীর বাকি সদস্যদেরও এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

আফগানিস্তানে কখন কী হচ্ছে, সেদিকেও কড়া নজর রয়েছে এই গোষ্ঠীর ৷ আন্তর্জাতিক মহল গোটা ঘটনা কীভাবে দেখছে, তারা কী পদক্ষেপ করছে, বিশেষ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তান ইস্যুতে কী কী সিদ্ধান্ত নিচ্ছে, সেদিকে সর্বদা নজর রাখছে নয়াদিল্লি ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই আফগানিস্তান নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ ৷ স্থির হয়েছে, কোনও অবস্থাতেই আফগান মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না ৷ এই বিষয়ে তালিবান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি আদৌ পালন করা হচ্ছে কিনা, সেই বিষয়েও সতর্ক থাকবে পরিষদের সদস্য দেশগুলি ৷

আরও পড়ুন :Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে যাঁরাই আফগানিস্তান ছেড়ে যেতে চাইবেন, তালিবান তাঁদের আটকাবে না ৷ মানবাধিকার কর্মী, আফগানিস্তানে যাতায়াত করতে দিতে হবে ৷ নারী ও শিশু-সহ সমস্ত আফগান নাগরিকের মানবাধিকার রক্ষা করতে হবে ৷ প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের ছ’টি বিমানে 550 জনেরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয়েছে ৷ এঁদের মধ্যে 260 জনেরও বেশি ভারতীয় ৷

ABOUT THE AUTHOR

...view details