নয়াদিল্লি, 1 মার্চ : আগামী 3 দিনে, বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য 26টি ফ্লাইট নির্ধারিত হয়েছে। পোল্যান্ড এবং স্লোভাকিয়া বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৷
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার বায়ুসেনার হাতে দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi asks Air Force to evacuate stranded Indians from Ukraine) ৷ এর মঙ্গলবার ওই সূত্রের তরফে দাবি করা হয়েছে যে অপারেশন গঙ্গায় (Operation Ganga) এবার ব্যবহার করা হবে বায়ুসেনার সি-17 বিমানগুলি (IAF C-17 Aircrafts) ৷
গত কয়েকদিন ধরে ক্রমশ ইউক্রেনের পরিস্থিতি খারাপ হচ্ছে ৷ রাশিয়ার আক্রমণের জেরে সেই দেশ ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন সকলে ৷ সেখানে আটকে পড়েছেন অনেক ভারতীয় (Indians Stranded in Ukraine) ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া ৷
শুরুর দিকে তাঁদের অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফিরেছেন ৷ তার পর ভারত সরকার তাঁদের ফেরানোর ব্যবস্থা শুরু করে ৷ বারবার বিভিন্ন নির্দেশিকা দিয়ে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আটকে পড়া ভারতীয়দের ওই দেশের পশ্চিমপ্রান্তে আসার কথা বলেছে ৷ সেখান থেকেই সীমান্তে পার করিয়ে ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷