প্যারিস, 13 জুলাই:দুদিনের সফরে প্যারিসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তাঁকে লাল গালিচায় স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ৷ বিমান থেকে অবতরণের সঙ্গে সঙ্গেই পরপর টুইট করে তিনি পৌঁছ-সংবাদ দেন ৷ পোস্ট করেন তাঁকে স্বাগত জানানোর ছবি ৷ ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষাতেও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷
টুইটে তাঁর প্যারিসে অবতরণের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "প্যারিসে অবতরণ করেছি । এই সফরের সময় ভারত-ফ্রান্স সহযোগিতা বাড়ানোর জন্য উন্মুখ । আমার আজকের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যার পরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা ৷"
মোদিকে গার্ড অব অনার: এই সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসাবে ম্যাক্রোঁর পাশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ এ দিন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান । বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় ।
অরিন্দম বাগচীর টুইট: বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে জানান, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস বিমানবন্দরে অবতরণ করেছেন । আনুষ্ঠানিক ভাবে তাঁকে স্বাগত জানানো হয় । প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান । প্যারিসে প্রধানমন্ত্রীর নিবিড় কর্মসূচির মধ্যে রয়েছে বাস্তিল দিবস উদযাপনে অংশগ্রহণ এবং ফরাসি নেতৃত্ব ও ভারতীয় প্রবাসী, সিইও এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেওয়া ৷"