গুজরাত, 20 এপ্রিল : বিশেষ আয়ুষ ভিসা চালু করবে মোদি সরকার ৷ আজ আন্তর্জাতিক আয়ুষ সম্মেলনে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের সফরে গুজরাত গিয়েছেন মোদি ৷ বুধবার গান্ধিনগরে 'গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিট'-এর উদ্বোধন করেন তিনি ৷ উপস্থিত ছিলেন হু-র ডিরেক্টর জেনারেল ডাঃ টেড্রস আধানম, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনউথ (PM Modi announces of Special Ayush visa to seek traditional treatments in India) ৷
ভারতের চিরাচরিত চিকিৎসা এবং ওষুধে বিশ্বের আগ্রহ বাড়াতে বিশেষ ভিসা চালু হবে ৷ ভারতের আয়ুর্বেদ চিকিৎসা পেতে ইচ্ছুক এমন অন্য দেশের নাগরিকেরা এই বিশেষ 'আয়ুষ ভিসা'-র সাহায্যে পরম্পরাগত চিকিৎসার সুবিধে নিতে পারবেন ৷