পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান, শোকপ্রকাশ মোদি-শাহ-রাজনাথের - passes away

মধ্যপ্রদেশের খান্ডওয়ার বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান প্রয়াত হয়েছেন। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর। টুইটে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখরা।

BJP MP
Nand Kumar Singh Chauhan

By

Published : Mar 2, 2021, 12:16 PM IST

দিল্লি, ২ মার্চ: মধ্যপ্রদেশের খান্ডওয়ার বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান প্রয়াত হয়েছেন। গতকাল, সোমবার মধ্যরাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহানের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেন,'নন্দকুমার সিং চৌহানের মৃত্যুতে আমি দুঃখিত। সংসদীয় কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা এবং মধ্যপ্রদেশ জুড়ে বিজেপিকে শক্তিশালীকরণের প্রচেষ্টায় তাঁর অবদানের জন্য তাঁকে স্মরণ করা উচিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সাংসদের মৃত্যুতে লেখেন, 'মধ্যপ্রদেশে বিজেপির উত্থানে নন্দকুমার সিং চৌহানের অবিস্মরণীয় ভূমিকা রয়েছে।'

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'নন্দকুমার সিং চৌহান তাঁর সারাজীবন সমাজের কাজের জন্য উৎসর্গ করেছেন। মধ্যপ্রদেশে বিজেপির প্রসারণে নন্দু ভাইয়ার অবদান কখনই ভোলা যাবেনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'

ABOUT THE AUTHOR

...view details