নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর:আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিন । এই উপলক্ষে আজ সারা দেশে বিজেপির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তারা আজ বেশ কয়েকটি কর্মসূচি শুরু করবে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মোদি অংশ নেবেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে, প্রধানমন্ত্রী আজ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন । দলের পক্ষ থেকে সেবা পাখওয়াড়া শুরু করা হবে ।
মোদির হাতে হবে উদ্বোধন: জানা গিয়েছে, আজ জন্মদিন উপলক্ষে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি । এর মাধ্যমে বিশ্বকর্মা যোজনা চালু করবেন তিনি । পাশাপাশি দিল্লি বিমানবন্দর মেট্রো লাইন এক্সটেনশন উদ্বোধনেরও একটি কর্মসূচি রয়েছে । মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 17 সেপ্টেম্বর দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি)-এর প্রথম পর্বের অংশ হিসেবে তৈরি একটি প্রদর্শনী-সম্মেলন কেন্দ্রেরও উদ্বোধন করবেন ।
প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । প্রকল্পের প্রথম ধাপটি 5,400 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে । বাণিজ্য ও শিল্পকে আকৃষ্ট ও প্রসারের জন্য আইআইসিসি তৈরি করা হচ্ছে । এতে সভা, সম্মেলন ও প্রদর্শনী কার্যক্রম প্রচারের জন্য একটি আধুনিক কেন্দ্র নির্মাণ করা হবে । প্রকল্পটি দুটি ধাপে তৈরি করা হচ্ছে ।