নয়া দিল্লি, 9 ডিসেম্বর: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিদেশ সফরে 239 কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানাল কেন্দ্র ৷ বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরালিধরন (V Muraleedharan) বলেছেন যে, এই সফরগুলি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তিনি জানান, প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের উদ্দেশ্য হল বিদেশি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ৷
মুরলীধরন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর সফর, তার ফলাফল এবং গত পাঁচ বছরে প্রতিটি সফরে ব্যয়ের বিবরণ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দেন । মন্ত্রী জানান, এই ধরনের সফরগুলি একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে ভারত তার জাতীয় স্বার্থ পূরণ করে এবং বিদেশি নীতির উদ্দেশ্যগুলিকে বাস্তবায়ন করে ।
আরও পড়ুন:হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত
মুরালীধরন 2017 সালের নভেম্বরে মোদির ফিলিপাইন সফর থেকে অন্য সফরগুলির বিশদ বিবরণ দিয়েছেন । তিনি 36টি সফরের প্রতিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধিদলের গঠনের বিবরণ দেন এবং 31টি সফরের জন্য ব্যয় কত হয়েছে জানান ৷