পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম বন্দে ভারতের সূচনা প্রধানমন্ত্রীর - বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি

রবিবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এই ট্রেন (new Vande Bharat between Telangana and Andhra)৷

ETV Bharat
সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত নতুন বন্দে ভারতের সূচনায় প্রধানমন্ত্রী মোদি

By

Published : Jan 15, 2023, 4:11 PM IST

হায়দরাবাদ, 15 জানুয়ারি: নতুন বন্দে ভারত ট্রেন পেল ভোটমুখী তেলেঙ্গানা ৷ চলতি বছরেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে রবিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মকর সংক্রান্তি উপলক্ষে এদিন ভার্চুয়ালি ট্রেনটির ফ্ল্যাগ-অফ করেন প্রধানমন্ত্রী ৷ বন্দে ভারত এক্সপ্রেসকে দেশের সর্বোচ্চ গতির ট্রেন বলে দাবি করে রেলমন্ত্রক ৷ এই নিয়ে অষ্টম বন্দে ভারতের যাত্রার সূচনা হল দেশে (PM flags off new Vande Bharat Express) ৷

দক্ষিণের এই দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে এদিন ট্রেনটির যাত্রার সূচনা করে নরেন্দ্র মোদি বলেন, "উৎসবের এই সময়ে তেলেঙ্গানা ও অন্ধ্রকে বড় উপহার ৷ দুই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করবে এই ট্রেন ৷" সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম যেতে বন্দে ভারতের সময় লাগবে সাড়ে আট ঘণ্টা ৷ প্রধানমন্ত্রী এদিন জানান পরনির্ভরশীলতা কাটিয়ে আত্মনির্ভর হয়ে ওঠার প্রতীক হল বন্দে ভারত এক্সপ্রেস ৷ ট্রেনটির যাত্রা পথের সূচনায় এদিন সেকেন্দ্রাবাদ স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জি কিষান রেড্ডি, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন প্রমুখ (Secunderabad-Visakhapatnam Vande Bharat Express) ৷

আরও পড়ুন:উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে পাথর ছোড়ায় কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের

রেলমন্ত্রকের দাবি, শুধুমাত্র তেলুগু ভাষার এই দুই রাজ্যের মধ্যে চলাচলকারী প্রথম ট্রেন হল সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস ৷ সাড়ে 8 ঘণ্টায় প্রায় 700 কিমি পথ পাড়ি দেবে ট্রেনটি ৷ মাঝে ট্রেনটি থামবে তেলেঙ্গানার খাম্মাম, ওয়ারাঙ্গাল, অন্ধ্রের বিজওয়াড়া ও রাজামুন্দ্রী স্টেশনে ৷ সোমবার থেকে এই ট্রেনে সওয়ার হতে পারবেন সাধারণ যাত্রীরা ৷ এরজন্য টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷

বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত ট্রেনটি ছাড়বে ভোর 5টা 45 মিনিটে ৷ সেকেন্দ্রাবাদে সেটি পৌঁছবে দুপুর 2টো 15 মিনিটে ৷ সেকেন্দ্রাবাদ থেকে দুপুর 3টের সময় ট্রেনটি ছাড়বে ও বিশাখাপত্তনম পৌঁছবে রাত সাড়ে 11টায় ৷ এই ট্রেনে থাকছে 14টি এসি চেয়ার কার কোচ ও 2টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ ৷ 1 হাজার 128 জন যাত্রীর বসার ব্যবস্থা থাকছে এই ট্রেনে ৷ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই সেমি হাইস্পিড ট্রেন ৷ গত মাসে প্রধানমন্ত্রী সূচনা করেছে হাওড়া থেকে নিউজলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসেরও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details