গুয়াহাটি, 29 মে:নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল বাংলা ৷ সোমবার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন গুয়াহাটি থেকে এনজেপিগামী নতুন বন্দে ভারত ট্রেনের ৷ এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ এরফলে তিন নম্বর বন্দে ভারত পেল রাজ্য ৷ উত্তর-পূর্ব ভারতে অবশ্য এই প্রথম যাত্রা শুরু হল এই সেমি হাইস্পিড ট্রেনের ৷ এরআগে হাওড়া-এনজেপি ও হাওড়া-পুরীর মধ্যে যাতায়াতকারী বন্দে ভারত পেয়ে বাংলা ৷
এদিন সবুজ ফ্ল্যাগ দেখিয়ে এই ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুয়াহাটি স্টেশনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অসমের রাজ্যপাল গুলবচন্দ কাটারিয়া ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ এই ট্রেনের সূচনার ফলে এখন থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি প্রায় 411 কিমি যেতে সময় লাগবে সাড়ে 5 ঘণ্টা ৷ প্রতিদিন সকাল 6টা 10 মিনিটে এনজেপি থেকে ছাড়বে এই বন্দে ভারত ট্রেনটি ৷ গুয়াহাটি পৌঁছবে সকাল 11টা 40 মিনিটে ৷ এরপর, বিকেল সাড়ে চারটের সময় গুয়াহাটি থেকে রওনা দিয়ে রাত 10টায় পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে ৷