নয়াদিল্লি, 22 ডিসেম্বর:বিশ্বের অনেকাংশে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ৷ ভাইরাসের নয়া উপপ্রজাতি বিএফ. 7-এর চোখরাঙানি চিন, যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশে ৷ সব দেখেশুনে আগাম সতর্ক ভারত ৷ গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পর্যালোচনা বৈঠকের পর বৃহস্পতিবার দেশে কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMO held a high-level meeting on COVID situation) ৷ বৈঠকে প্রধানমন্ত্রী জানান, অতিমারি নিয়ন্ত্রণে ভারত যে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে তা প্রশংসনীয়, তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনও জায়গা নেই ৷ বরং দেশের বিমানবন্দরগুলিতে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি (PM directs officials to strengthen surveillance measures at interternational airports) ৷
কোভিড পরিস্থিতি নিয়ে এদিনের উচ্চপর্যায়ের বৈঠকে মূলত দেশের স্বাস্থ্য পরিকাঠামো, টিকাকরণ কর্মসূচি, ভাইরাসের নয়া প্রজাতি নিয়ে সচেতনতা বিষয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি রাজ্যের হাসপাতালগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, পিএসএ প্ল্যান্টস, ভেন্টিলেটর-সহ তৈরি থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, দেশবাসীকে কোভিড-বিধি মেনে চলার ব্যাপারেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ সামনেই ক্রিসমাস এবং নতুন বছর ৷ উৎসবের মরশুমে জনবহুল জায়গায় মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে এই মর্মে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷